রাজবাড়ীতে টাস্কফোর্সের ৩ প্রতিষ্ঠানে অভিযান

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজবাড়ী | 2025-01-24 08:56:26

রাজবাড়ীর সদর উপজেলার বড় বাজারে বিশেষ টাস্কফোর্স দলের সদস্যরা অভিযান চালিয়েছেন তিন প্রতিষ্ঠানে। মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করার অপরাধে এ সময় তারা ৬ হাজার টাকা জরিমানা আদায় করেছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রাকিবুল হাসান। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) এই অভিযান পরিচালনা হয়।

জানা গেছে, বিশেষ টাস্কফোর্স টিমের সদস্যরা সদর উপজেলার রাজবাড়ী বড় বাজারে অভিযান চালিয়ে পান বাজারের “রাজবাড়ী স্টোর” কে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করার অপরাধে ২ হাজার টাকা, কাঁচা বাজারের “সাহা এন্টারপ্রাইজ” কে প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রি বা সরবরাহ না করা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করার অপরাধে ৩ হাজার টাকা ও মেসার্স মনির স্টোরকে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করার অপরাধে ১হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রাজবাড়ী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রাকিবুল হাসান বলেন, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করার অপরাধে তিনটি প্রতিষ্ঠানকর জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রাকিবুল হাসান, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সূর্য কুমার প্রামাণিক ও এএসআই মোঃ আল হাসানুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর