রাজধানীজুড়ে বছরের শুরুতে তীব্র শীত পড়লেও জানুয়ারির মাঝামাঝিতে এসে শীতের প্রকোপ কিছুটা কমে যায়। এতে জনজীবনে কিছুটা স্বস্তি ফিরে আসে। কিন্তু মাসের শেষ দিকে এসে আবারও শীতের পরিধি বাড়তে শুরু করেছে। আজ সকাল থেকেই কুয়াশার চাদরে ঢেকে রয়েছে রাজধানীর আকাশ। এতে সকাল থেকেই শীতের মাত্রা আগের কয়েকদিনের তুলনায় বেশি অনুভূত হচ্ছে।
যদিও আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মাসের শেষ দিকে শীত এলেও দুই থেকে তিনদিন থেকে আবার কমতে শুরু করবে। তবে আগামী ২৭ জানুয়ারি আবারও একটা শৈত্য প্রবাহ হওয়ার সম্ভবনা রয়েছে। সেটা সব জেলায় হতেও পারে আবার নাও হতে পারে।
এদিকে ৭২ ঘণ্টার জন্য দেওয়া এক পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে, বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দেশের দক্ষিণাঞ্চলে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এতে আরও বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্তদেশের উত্তরপশ্চিমাঞ্চলের কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায়য় বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্নএলাকায় অবস্থার করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
আগামীকালকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্তসারাদেশে হালকা থেকে মাঝারী ধরণের কুয়াশা পড়তে পারে।
তবে সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, এ সময়ের প্রথম দিকে রাত ও দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে।