জামালপুরে জমি নিয়ে বিরোধে কুপিয়ে হত্যা, গ্রেফতার ৩

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, জামালপুর | 2025-01-20 17:07:13

জামালপুরের সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আতাউর রহমান বিপুল (৫০) নামে একজন হত্যা মামলার ৩ আসামীকে গাজীপুর থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

সোমবার (২০ জানুয়ারি) ভোররাতে গাজীপুরের চক্রবর্তী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এরআগে গত শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি উত্তরপাড়া এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

গ্রেফতাররা হলের-তানজিল ইসলাম তাসিন (২৬), মোঃ তাসলিমুল ইসলাম তমাল (২২), এবং বিন্দু তালুকদার।

পুলিশ জানায়, সরিষাবাড়ি উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি এলাকায় আনোয়ার হোসেন কালুর ছেলে আতাউর রহমান বিপুল মিয়াকে গত শুক্রবার ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারিভাবে কুপিয়ে ডান পা ও হাত শরীর থেকে বিচ্ছিন্ন করে হত্যা করা হয়। পরে বিপুল মিয়ার মা আছমা বেগম ও স্ত্রী মুক্তা বেগম এগিয়ে আসলে তাদেরকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে এ ঘটনায় নিহত বিপুলের ভাই আলামিন বাদি হয়ে সরিষাবাড়ি থানায় ১০ জনকে আসামী করে মামলা দায়ের করেন।

এ বিষয়ে জামালপুর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাজমুস সাকিব বলেন, আজ ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গাজীপুর থেকে মামলার ৩ আসামীকে গ্রেফতার করা হয়৷ তাদের দুপুরে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকী আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

এ সম্পর্কিত আরও খবর