এনসিটিবি কর্তৃক নবম ও দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র বইয়ের পেছনের প্রচ্ছদ থেকে আদিবাসী শব্দ সংবলিত গ্ৰাফিতি বাতিলের প্রতিবাদে এনসিটিবি ভবন ঘেরাও কর্মসূচি পালন করছে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতা।
বুধবার (১৫ জানুয়ারি) সকাল এগারোটার দিকে রাজু ভাস্কর্যে সমাবেশ পালন করে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতা। পরবর্তী রোকেয়া হয় হয়ে কলাভবন ও মধু ক্যান্টিন প্রদক্ষিণ করে এনসিটিবি ভবন ঘেরাওয়ের উদ্দেশ্য রওনা দেয়।
বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি অলিক মৃ বলেছেন,এনসিটিবি কর্তৃক নবম ও দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় বইয়ের পেছেনে হিন্দু ,বৌদ্ধ, খ্রিষ্টান, মুসলিম, আদিবাসী সংবলিত একটি গাছের গ্ৰাফিতি আঁকা হয়। কিন্তু একদল বিচ্ছিন্নবাদীদের চাপে পড়ে এনসিটিবি সেই গ্ৰাফিতি মুছে ফেলে। আমাদের বিচ্ছিন্নবাদী বলে আখ্যা দেয় তারা।
তিনি বলেন, এনসিটিবির কি রাষ্ট চালায় নাকি সরকার রাষ্ট চালাই? আমরা বাংলাদেশের নাগরিক। আপনাদের যেমন অধিকার আছে, আমাদের সেই অধিকার আছে। কিন্তু উল্টো আমাদের বিচ্ছিন্নবাদী বলে আখ্যা দিচ্ছে তারা।
আমরা এখন এনসিটিবি ভবন ঘেরাও করবো। আমাদের দাবি হলো: আদিবাসী সংবলিত গ্ৰাফিতি পুনর্বহাল করতে হবে। এখন থেকে পাঠ্য বইয়ে আদিবাসীদের যথাযথ মর্যাদা থাকতে হবে ।
তিনি আরো বলেন, একেক সরকার আমাদের একেক নাম দেয়। এক সরকার আমাদের উপজাতি বানিয়েছে, আরেক সরকার ক্ষুদ্র নৃগোষ্ঠীর বানিয়েছে। এখন দেখবো এই সরকার কি বানায় ? আমার নাম আমি ঠিক করবো আমরা কি, তারা ঠিক করার কে?