অনশন চালিয়ে যাচ্ছেন অব্যাহতি পাওয়া এসআইরা

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2025-01-13 22:49:01

চাকরিতে পুনর্বহালের দাবিতে এখনো অনশন করছেন পুলিশের ৪০ তম ব্যাচের অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ উপপরিদর্শকরা (এসআই)।

সোমবার (১৩ জানুয়ারি) রাত ১০টা পর্যন্ত তাদের অনশন করতে দেখা গেছে।

এদিকে চলমান এ সংকট সমাধানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে দেখা করতে গিয়েছেন চাকরিচ্যুতদের একটি প্রতিনিধি দল।

প্রতিনিধি দলে থাকা আন্দোলনকারীরা বলেন, আমার ভাই-বোনেরা আমরণ অনশন করছেন। তারা সবাই এখনো ওসমানী উদ্যানের সামনে অবস্থান নিয়েছেন। উপর মহল থেকে সমস্যার সমাধান না করা পর্যন্ত এ অনশন চলবে। আমরা প্রশাসনের কথায় হতাশ হয়েছি। তারা বলে কাজ হবে, এটা করে দেব। কবে কীভাবে কাজ করবেন তার কিছুই তারা বলেন না। এটা আশ্বাস হতে পারে না। আমাদের কর্মসূচি চলছে-চলবে।

তারা আরও বলেন, প্রচণ্ড শীতে আমাদের অনেক ভাইবোন এখন অসুস্থ হয়ে পড়েছেন। আমরা আশা করছি প্রশাসন এ বিষয় দ্রুত পদক্ষেপ নেবে।

এর আগে স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনির সঙ্গে সাক্ষাৎ শেষে বিকেল সাড়ে ৩টায় তারা অবস্থান কর্মসূচির পাশাপাশি আমরণ অনশন শুরু করেন৷

এ সম্পর্কিত আরও খবর