ফেনীতে টপ সয়েল কাটায় দেড় লাখ টাকা জরিমানা

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম,ফেনী | 2025-01-12 20:44:10

ফেনীতে অবৈধভাবে ফসলি জমির টপ সয়েল কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ ব্যাক্তিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১২ জানুয়ারি) ফেনী সদর উপজেলার ছনুয়া ইউনিয়নে সদর উপজেলা সহকারী কমিশনার সজিব তালুকদার অভিযান চালিয়ে এ জরিমানা করেন।

এতে পূর্ব ছিলোনিয়া এলাকার মাখন পাল, স্বপন পালকে ৫০ হাজার ও জামাল উদ্দিনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ফেনী সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের পূর্ব ছিলেনিয়া গ্রামের মাখন পাল বাড়ীর মাখন পাল ও তার ভাই স্বপন পাল একই এলাকার জামাল উদ্দিনের কাছে ফসলি জমির মাটি বিক্রি করে। জামাল উদ্দিন ঐ ফসলি জমির টপসয়েল কেটে ইটভাটায় বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে ফেনী সদর উপজেলা সহকারী ভূমি সজিব তালুকদার ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে এ জরিমানা করেন।

এ বিষয়ে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজিব তালুকদার জানান, অবৈধভাবে ফসলি জমি থেকে টপসয়েল কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ৩ ব্যক্তিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। মুছলেকা দিয়ে স্কেভেটর মালিককে ছেড়ে দেওয়া হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর