মাগুরায় যাত্রীবাহী পরিবহনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী রুমান আলী (২৬) নামে এক বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছেন।
রোববার (১২ জানুয়ারি) সদরের ভাবনহাটির ঢালে এই ঘটনা ঘটেছে।
নিহত রুমান আলী চুয়াডাঙ্গা জেলার জয়রামপুর গ্রামের সেকেন্দার আলীর ছেলে।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আয়ুব আলী এ বিষয়ে জানান, বিষয়টি আমরা জানতে পেরেছি। নিহত ব্যক্তি বিক্রয় প্রতিনধি হিসেবে কর্মরত ছিলেন। নিহতের সুরত হাল রিপোর্টের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।