১৬ বছর যাবত জেলবন্দি সকল নির্দোষ বিডিআর সদস্যদের জেল হতে মুক্তি, পুনর্বাসন পূর্বক চাকুরিতে পুনর্বহাল, স্বাধীন তদন্ত কমিশনের মাধ্যমে পিলখানা হত্যাকাণ্ডের সত্য উৎঘাটন ও অপরাধীদের শাস্তি নিশ্চিত করার দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে জেলবন্দি বিডিআরদের পরিবারের সদস্যরা।
রোববার (১২ জানুয়ারি) বেলা ১২টার দিকে ঠাকুরগাঁও প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে দাঁড়িয়ে জেলবন্দি বিডিআর সদস্য আক্তার আলীর কন্যা আফরিন আক্তার অশ্রুসিক্ত চোখে বলেন, বিডিআরের চাকরি থেকে অবসর গ্রহণের আর মাত্র তিনমাস বাকি ছিলো আমার বাবার। আমি তখন পঞ্চম শ্রেণিতে পড়ি। এখন আমি দুই সন্তানের জননী। দীর্ঘ ১৬ বছর যাবত বাবার জন্য অপেক্ষা করছি। কি দোষ ছিলো আমার বাবার। আমার বাবা মিথ্যা স্বাক্ষী দেয়নি বলেই কি জেলে তাকে আটকে রেখেছেন আপনারা। মিথ্যা রাজস্বাক্ষী না দেয়ায় কি ছিলো তার অপরাধ? আমি স্বাধীন তদন্ত কমিশনকে বলবো, যেন দ্রুত আমার বাবাসহ নির্দোষ সকল বিডিআরকে মুক্তি দেয়া হয়৷
মানববন্ধনে বক্তারা বলেন, ২০০৯ সালের ২৬শে ফেব্রুয়ারি ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের ষড়যন্ত্রের শিকার পিলখানা সহ সারাদেশে চাকুরিচ্যুত সকল বিডিআর সদস্যের পরিবারকে পুনর্বাসন পূর্বক চাকুরি পুনর্বহাল। ১৬ বছর যাবত জেলবন্দি সকল নির্দোষ বিডিআর সদস্যদের জেল হতে মুক্তি। স্বাধীন তদন্ত কমিশনের মাধ্যমে পিলখানা হত্যাকাণ্ডের সত্য উদঘাটন ও অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে।
একই মানববন্ধনে এক বৃদ্ধা কেঁদে বলেন, আমার সন্তান জয়দেব বিডিআরের মুক্তি চাই। তার চাকরি ফেরত চাই।
মানবন্ধনে চন্দন বিডিআরের বোন মুক্তি রানী বলেন, আমার ভাইটাকে কবে ফেরত পাবো। আমার ভাইয়ের ছেলে শ্রাবণ বুঝ হবার পর থেকে বাবাকে খুঁজছে। কেন তাদের ছেড়ে দেয়া হচ্ছে না। তাদের নিয়ে কি নতুন ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা খুব আশা নিয়ে আছি ফ্যাসিস্ট সরকার চলে যাবার পর তাদের নিঃশর্ত মুক্তি দিবে।
দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।