কিশোরগঞ্জে ফসলের মাঠ থেকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম থেকে মীর হোসেন (৬২)। পেশায় তিনি অটোরিকশার চালক৷
রবিবার (১২ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার মারিয়া ইউনিয়নের একটি ধানক্ষেত থেকে রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত মীর হোসেন কিশোরগঞ্জ পৌরসভার পূর্ব তারাপাশা এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, মীর হোসেন রাতে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বের হয়। আজ রবিবার সকালে স্থানীয় লোকজন কিশোরগঞ্জ সদরের মারিয়া এলাকায় একটি ধানক্ষেতে মীর হোসেনের রক্তাক্ত মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
পরিবারের অভিযোগ, অটোরিকশা ছিনতাইয়ের জন্য এ খুনের ঘটনা ঘটেছে। তবে অটোরিকশাটি পাশের একটি খাদে পড়ে যাওয়ায় ছিনতাই করতে পারেনি দুর্বৃত্তরা।