নানার বাড়িতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিলেট | 2024-12-30 15:01:24

সিলেটের বিশ্বনাথ উপজেলায় নানার বাড়িতে পুকুরের পানিতে ডুবে আয়শা সিদ্দিকা আনয়া নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে পৌরসভার রামধানা কাড়ারপাড় গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আয়শা সিদ্দিকা আনয়া রামধানা দক্ষিণ পাড়ার মৃত সেবুল আহমেদ ও শিরিন সুলতানা সুমি দম্পতির একমাত্র সন্তান।

বিষয়টি নিশ্চিত করেছেন নিহিত আয়শার মামা সাংবাদিক আক্তার আহমদ শাহেদ।

তিনি জানান, সোমবার সকাল ১০টার দিকে আয়শার মা কাপড় শুকাতে গেলে পিছন থেকে অগোচরে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে তাকে দ্রুত উদ্ধার করে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে দায়িত্বরত মেডিকেল অফিসার সুনির্মল বিশ্বাস পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ৬ মাস আগে আয়শার বাবা সেবুল আহমদ বার্ধক্যজনিত কারণে মারা যান। স্বামী-সন্তান হারিয়ে মা সুমি এখন দিশেহারা।

এ সম্পর্কিত আরও খবর