কুমিল্লার বাজারে মধ্যরাতে ভয়াবহ আগুন

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, কুমিল্লা, বার্তা২৪ | 2024-12-30 02:57:24

কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া বাজারে মধ্যরাতে হঠাৎ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জানা গেছে, এতে অন্তত শতাধিক দোকান পুড়ে গেছে।

রোববার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন মাধাইয়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের একাধিক দল আগুন নিয়ন্ত্রণের কাজ করছে, তবে তাতেও হিমশিম খেতে হচ্ছে কর্মীদের। আগুন নিয়ন্ত্রণে আনতে চান্দিনা, কুমিল্লা ও দাউদকান্দি ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে।

অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে তা নিয়ে সঠিক তথ্য নিশ্চিত হয়নি। তবে জানা গেছে, রাত সাড়ে ১১টার পর হঠাৎ বাজারের একটি দোকানে আগুন দেখতে পায় ব্যবসায়ীরা। সেখান থেকেই আশেপাশের দোকানেও আগুন ছড়াতে থাকে। কিছুক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে যায় পুরো বাজারে। ফায়ার সার্ভিস এসে কাজ শুরু করলেও পুরো বাজার আগুন ছড়িয়ে পড়লে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এসময় চান্দিনার পর দাউদকান্দি ফায়ার স্টেশন ও পরে রাত ১২ টা ২০ মিনিটে কুমিল্লার ফায়ার স্টেশন আগুন নিয়ন্ত্রণে যুক্ত হয়।

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা নাম প্রকাশ না করা শর্তে বলেন,’প্রত্যেক স্টেশন দুইটি ইউনিট করে আছে।  তিন স্টেশন অর্থাৎ, ছয়টি ইউনিট কাজ করছে। চান্দিনা ও দাউদকান্দি নিয়ন্ত্রণ করতে না পারায় কুমিল্লাকে কল করেছে। সুতরাং বোঝাই যাচ্ছে, অবস্থা একটু গুরুতর। তবে আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে। আমরা আশাবাদী শিগগিরই আগুন নিয়ন্ত্রণে আসবে৷’

এ সম্পর্কিত আরও খবর