বরগুনায় জনস্বার্থে গভীর রাতে ছাত্রদলের কর্মসূচি

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বরগুনা, বার্তা২৪ | 2024-12-30 02:13:02

প্রতিষ্ঠা বার্ষিকীকে সামনে রেখে উন্নয়নমূলক নানা কর্মসূচি হাতে নিয়েছে বরগুনা জেলা ছাত্রদল। কর্মসূচির অংশ হিসেবে রাস্তার স্পিড ব্রেকারে রং দিতে গভীর রাতে রাস্তায় নেমেছে একাধিক নেতাকর্মীরা।
রোববার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে দশটার দিকে বরগুনা পৌর শহরের শতাধিক স্পিডব্রেকারে সাদা রং করে কর্মসূচির উদ্বোধন করা হয়। এসময় জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্রায় অর্ধশতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বছরের প্রথমদিন প্রতিষ্ঠাবার্ষিকী হওয়ায় দুইদিন আগে থেকে এই সৌন্দর্য বর্ধনকারী কর্মসূচী উদযাপন করছে ছাত্রদল।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম রনি বলেন, ‘বরগুনার সাধারণ মানুষকে দুর্ঘটনার হাত থেকে বাঁচাতে, তাদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এবং বরগুনার সৌন্দর্য উন্নয়নে আমাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে।‘

সভাপতি ফয়জুল মালেক সজিব বলেন,'শীতের মৌসুমে বরগুনার বেশিরভাগ রাস্তা কুয়াশায় আচ্ছন্ন থাকে। তাই বেশিরভাগ স্পিড ব্রেকার চোখে না দেখার কারণে অনেক সড়ক দুর্ঘটনা ঘটে। ১ জানুয়ারি বাংলাদেশ ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী। সেই উপলক্ষে সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডের অংশ হিসেবে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোর শতাধিক স্পিড ব্রেকারে সাদা রং দেওয়ার কর্মসূচি গ্রহণ করে তা বাস্তবায়ন করার কাজ চলছে। এছাড়াও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।'

এসময়  বরগুনার সকল ইউনিটের সকল ছাত্রদলের নেতাকর্মী  সামাজিক ও মানবিক কাজের আহ্বান জানিয়েছেন জেলা ছাত্রদলের সভাপতি  ও সাধারণ সম্পাদকবৃন্দ।

এ সম্পর্কিত আরও খবর