উত্তরের জেলাগুলোতে জেঁকে বসেছে শীত। রাজধানীতেও এর তীব্রতা বাড়তে শুরু করেছে। আগামী বুধবার (২৬ ডিসেম্বর) থেকে শীত আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে জানুয়ারির প্রথম থেকেই শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।
সোমবার (২৩ ডিসেম্বর) পরবর্তী ৭২ ঘণ্টার এক আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সেই সঙ্গে আগামী বুধবার থেকে রাতের তাপমাত্রা আরও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে অফিস জানিয়েছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত অবস্থায় সুস্পষ্ট লঘুচাপটি দূর্বল হয়ে লঘুচাপ হিসেবে একই এলাকায় অবস্থান করছে এবং এটি গুরুত্বহীন হয়ে পড়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
এদিকে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
আগামীকাল মঙ্গলবারের (২৪ ডিসেম্বর) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি/গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।
উল্লেখ্য, বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়, রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।