সকল উপজেলায় 'শিক্ষা ভবন' করার পরিকল্পনা আছে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সুনামগঞ্জস্থ পিটিআইতে 'আর্থিক ব্যবস্থাপনা ও বাজেট বাস্তবায়ন সংক্রান্ত এক দিনের প্রশিক্ষণ' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, প্রাথমিক স্কুলে লেখাপড়া সুষ্ঠু ও সুন্দরভাবে হচ্ছে কিনা সেটি দেখার জন্য প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে 'মনিটরিং সেল' গঠন করা হবে। অনেক স্কুলে সার্ভার দেয়া আছে। শিক্ষকরা অনলাইনে কানেক্ট থাকতে পারেন।
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের লেখাপড়ার জন্য যে সকল শিক্ষকরা ভালো করবে তাদেরকে পুরস্কৃত এবং যারা খারাপ করবে তাদেরকে তিরস্কার এবং শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। আমাদের লক্ষ্য পঞ্চম শ্রেণীর পাশ করে একজন শিক্ষার্থী যেন বাংলা ভালোমতো বুঝে পড়তে পারে, লিখতে পারে, অংক যোগ-বিয়োগ, গুণ-ভাগ ভালো মতো করতে পারে। সেই লক্ষ্যে শিক্ষকগণ সচেতন থাকবেন।
শিক্ষার্থীরা যাতে ঝরে পড়ে না যায় সে বিষয়টিও শিক্ষকদের খেয়াল রাখার কথা উল্লেখ করে তিনি বলেন, প্রাথমিকে অনেক শিক্ষার্থী কমে যাচ্ছে। সরকারি প্রাথমিকের শিক্ষার্থীরা ঝরে পড়ে সে বিষয়গুলো খেয়াল রাখবেন। মানুষের পারসেপশন হলো সরকারি প্রাথমিক স্কুলে পড়ালেখা হয় না। একটি বিষয়-সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৯জন ছাত্রের জন্য একজন শিক্ষক। এটি একটি স্ট্যান্ডার্ড অবস্থায় আছে; যা শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য লেখাপড়ার উপযোগী।
এ সময় অন্যান্যের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ সাখাওয়াৎ হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক ড. মো: আতাউল গণি ও জেলা প্রশাসক ড. মো: ইলিয়াস মিয়া, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সিলেট বিভাগীয় উপ-পরিচালক মোঃ জালাল উদ্দিন, সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহন লাল, পিটিআই'র সুপারিনটেনডেন্ট দীপঙ্কর মোহান্ত উপস্থিত ছিলেন।
উপদেষ্টা সকালে সুনামগঞ্জে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন।