প্রশাসনের আশ্বাসে সড়ক ছাড়ল কক্সবাজারের আন্দোলনকারীরা

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কক্সবাজার | 2024-11-19 17:02:15

সেন্টমার্টিন ভ্রমণে বিধিনিষেধ প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলনরতরা প্রায় ৫ ঘণ্টা পর সড়ক ছেড়েছে। জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকের পর আশ্বাসে কর্মসূচি সাময়িক স্থগিত করে আন্দোলনকারীরা। পরে তারা সড়ক ছেড়ে চলে যান।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেল ৪ টার দিকে কক্সবাজার শহরের কলাতলী ডলফিন মোড়ে এই আন্দোলন স্থগিত করেন দ্বীপের বাসিন্দারা।

সড়কের ওপর দাঁড়িয়ে কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়ামিন হোসেন বলেন, আপনাদের যৌক্তিক দাবির সাথে আমরাও একমত। আপনাদের প্রতিনিধি দলের সঙ্গে ডিসি স্যার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কথা হয়েছে। আপনাদের দাবির বিষয়টি সরকারকে জানানো হয়েছে। সব দাবি মেনে নেয়া হবে। আপনারা আপাতত সড়ক থেকে সরে যান। আশা করি দ্রুত সময়ে সমাধান হয়ে যাবে।

আন্দোলনের অন্যতম সংগঠক আব্দুল মালেক বলেন, পর্যটকদের ভোগান্তির কথা বিবেচনা করে আমরা আজকের মত আন্দোলন স্থগিত করেছি। যতক্ষণ পর্যন্ত মেনে নেয়া হবে না দ্বীপের বাসিন্দারা দ্বীপে ফিরে যাবে না। আবারো কালকে থেকে আন্দোলনে নামবো।

এর আগে সকাল ১১ টার দিকে কয়েক শত মানুষ সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণে বিধিনিষেধ প্রত্যাহার ও রাত্রিযাপন অনুমতির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে। এসময় কার্যত পুরো শহর অকার্যকর হয়ে পড়ে।

এ সম্পর্কিত আরও খবর