ফুটপাত দখল করে ‘পার্কিং এরিয়া’ করেছে হোটেল রামাদা

, জাতীয়

আবদুর রশিদ মানিক, বার্তা২৪.কম, কক্সবাজার | 2024-11-18 15:41:10

কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্টে সৈকত ঘেঁষে গড়ে উঠেছে তারকা মানের হোটেল রামাদা। তবে নিজেদের তারকা মানের হোটেল দাবি করলেও আইনকে তোয়াক্কা করছে না রামাদা। এবার সড়কের ফুটপাত দখল করে পার্কিং এরিয়া বানিয়েছে হোটেলটি। এর আগেও বালিয়াড়িতে সাগরলতা ধ্বংস করে পার্কিং এরিয়া বানানিয়েছিলো হোটেল রামাদা। পরে ম্যাজিস্ট্রেটের অভিযানে উচ্ছেদ হয় সেটি।

রোববার (১৭ নভেম্বর) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, ডিভাইডার দিয়ে দখল করা হয়েছে ফুটপাত। যেখানে পার্কিং করা আছে ৫/৬ টি গাড়ি। ডিভাইডার গুলো একেবারে রাস্তায় চলে এসেছে। হাঁটতে না পেরে অনেকেই রাস্তা দিয়ে হাঁটাচলা করেছেন। এতে সমস্যার সৃষ্টি হচ্ছে পথচারী পর্যটক এবং স্থানীয়দের।

স্থানীয় পথচারী মোহাম্মদ ইমরান বলেন, আগে আমরা এই রাস্তা দিয়ে হাঁটাচলা করতাম। তাতে আমাদের কোন বাঁধার সৃষ্টি হতো না। এখন ডিভাইডার দিয়ে সীমানা নির্ধারণ করে দেওয়া হয়েছে। যেখানে গাড়ি পার্কিং করা আছে। এখন তো আমাদের রাস্তা দিয়ে হাঁটা ছাড়া আর কোন উপায় নেই।

ঢাকা থেকে আসা পর্যটক আল আমিন বলেন, পৃথিবীর অনেক জায়গায় ঘুরতে গেছি এরকম ফুটপাত বন্ধ করে গাড়ি পার্কিং করতে দেখিনি। এগুলোতে পর্যটন শিল্পে খারাপ প্রভাব পড়ছে। দ্রুত সময়ের মধ্যে এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।

এবিষয়ে জানতে হোটেল রামাদায় গেলেও প্রতিবেদকের সঙ্গে দেখা করেননি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রিসেপশনে পরিচয় কার্ড দিয়ে দেখা করতে চাওয়া হলে রিসেপশনিস্ট তৌকির বসতে বলেন লবিতে। কিছুক্ষণ পর সায়না নামের এক নারী কর্মকর্তা এসে জানান, ‘স্যার মিটিংয়ে ব্যস্ত আছেন। এখন দেখা করতে পারবেন না। পরে আসতে হবে।’

তখন ফোনকলে কথা যোগাযোগ করার আবেদন জানালেও রাজি হননি কর্তৃপক্ষ। একপর্যায়ে প্রতিবেদকের সঙ্গে যোগাযোগের জন্য ফোন নাম্বার দিয়ে আসলেও পরবর্তীতে কোনো যোগাযোগ করেননি হোটেল রামাদার কর্তৃপক্ষ।

ফুটপাত দখল করে পার্কিং এরিয়া করার বিষয়ে কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন বার্তা২৪.কম-কে বলেন, যদি ফুটপাত দখল পার্কিং এরিয়া বানানো হয় তাহলে এবিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এবিষয়ে আমি জেনেছি। তাদের কাছ থেকে জানতে চাওয়া হবে ইজারা নিয়েছে কিনা। যদি তারা আইন না মেনে পার্কিং এরিয়া করে থাকে তাহলে স্যার জানিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক করিম উল্লাহ কলিম বলেন, এর আগেও পশ্চিম পাশে বালিয়াড়ি ভরাট করে সাগরলতা হত্যা করে পার্কিং এরিয়া করার প্রচেষ্টা চালিয়েছিলো রামাদা। সেটি পর্যটন ম্যাজিস্ট্রেট এসে উচ্ছেদ করে দেয়। এখন আবারো ফুটপাত দখল করে পার্কিং এরিয়া করা হয়েছে। সেটির বিরুদ্ধেও প্রশাসনের একই ভূমিকা আমরা চাই।

এ সম্পর্কিত আরও খবর