‘নির্যাতিত মানুষের রক্তের ঋণ শোধের চেষ্টা করছি’

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পঞ্চগড় | 2024-11-16 22:47:34

শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, গুম হয়ে যাওয়া পরিবার আর নির্যাতিত মানুষের রক্তের ঋণ শোধের চেষ্টা করছি।

শনিবার (১৬ নভেম্বর) বিকেল ৪ টায় পঞ্চগড়ের বন্ধ থাকা সুগার মিল পরিদর্শনে এসে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমরা বন্ধ কলকারখানা চালু করতে চাই। নতুন উদ্যোগের মাধ্যমে শ্রমিক-কৃষকদের পুনরায় পেশায় ফিরিয়ে আনার চেষ্টা করছি। তবে এই উদ্যোগগুলো বাস্তবায়নে কিছুটা সময় প্রয়োজন। ইতিমধ্যেই আমরা কাজ শুরু করেছি। মানুষ যেন তার পেশা নিয়ে গর্ব করতে পারে, সেদিকে লক্ষ্য রেখেই আমরা এগিয়ে যাচ্ছি।

তিনি আরও জানান, চার বছর ধরে বন্ধ থাকা এ মিলের শ্রমিকদের বকেয়া বেতন ও গ্রাচুইটি প্রদানের ব্যবস্থা গ্রহণ করার কথা তুলে ধরেন। উন্নত মানের বীজ সরবরাহ এবং আখচাষিদের যৌক্তিক মজুরি নিশ্চিত করার কথাও উল্লেখ করেন তিনি।

শিল্প উপদেষ্টা আরও বলেন, আমরা উত্তর বাংলায় কর্মসংস্থানের নতুন পরিবেশ সৃষ্টি করতে চাই। ছাত্র আন্দোলন এবং ফ্যাসিবাদবিরোধী সংগ্রামের নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে, তাদের অবদানের যথাযথ স্বীকৃতি প্রদানের কথাও উল্লেখ করে। মানুষের আর্থিক উন্নতির জন্য আমরা দুর্বৃত্তপনা ও অন্যায়ের বিরুদ্ধে লড়ছি।

সভায় সভাপতিত্ব করেন পঞ্চগড় জেলা প্রশাসক মো. সাবেত আলী। এসময় আরো বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম, বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, জেলা জামায়াতে-ইসলামী আমীর মাওলানা ইকবাল হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক জাহেরুল ইসলাম কাচচু, সাবেক সভাপতি বোদা উপজেলা বিএনপি, (সাবেক উপজেলা চেয়ারম্যান) আব্দুল আজিজ প্রমুখ।

এসময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, গণমাধ্যমকর্মী ও জেলার বিভিন্ন স্থানের আখচাষীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বন্ধ থাকা কলকারখানা পুনরায় চালুর লক্ষ্যে অন্তবর্তী সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় নাটোর থেকে দিনাজপুর এবং দিনাজপুর থেকে পঞ্চগড় সফর করেন শিল্প উপদেষ্টা।

এ সম্পর্কিত আরও খবর