নওগাঁয় পুলিশ পরিচয়ে গরু ডাকাতি

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নওগাঁ | 2024-11-06 21:46:47

নওগাঁর রাণীনগরে পুলিশ পরিচয়ে অস্ত্রের মুখে জিম্মি করে খামার থেকে বিদেশি জাতের ৭টি গরু ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৫ নভেম্বর) রাত আড়াইটার দিকে উপজেলা সদরের বিষ্ণপুরে সিরাজুল ইসলাম নামের এক খামারিকে ঘুম থেকে ডেকে তুলে তার হাত-পা বেঁধে অস্ত্রের মুুখে জিম্মি করে গুরুগুলো নিয়ে যায় ডাকাতদল।

ভুক্তভোগীর অভিযোগ ৮-১০ জনের একটি ডাকাত দল খামার থেকে ১০ লক্ষাধিক টাকা মূল্যের ৭টি গরু জোরপূর্বক নিয়ে নিয়ে গেছে। এঘটনায় ভুক্তভোগী সিরাজুলের ছেলে আব্দুস সালাম (২৬) বাদী হয়ে রাণীনগর থানায় একটি অভিযোগ দিয়েছেন।

এদিকে এ ঘটনার পর থেকে ওই এলাকার ডাকাত আতঙ্ক বিরাজ করছে।

খামারের মালিক সিরাজুল ইসলাম জানান, দীর্ঘদিন যাবত ওই খামারে গরু লালন পালন করে আসছিলাম। খামারে ছোট-বড় মিলে ৮টি বিদেশি জাতের গরু ছিল। মঙ্গলবার রাতে গরুগুলোকে খাবার দিয়ে খামারের পাশের ঘরে ঘুমিয়ে পড়ি। রাত আনুমানিক ২টার দিকে থানা পুলিশের পরিচয়ে আমাকে ঘুম থেকে ডেকে তুলেন। পুলিশ পরিচয় দেওয়ার কারণে আমি দরজা খুলে দিই। কিন্তু কিছু বোঝার আগেই দরজা খোলা মাত্রই তিনজন মিলে আমাকে ঘরের মেঝেতে ফেলে দড়ি-গামছা দিয়ে চোখ, মুখ ও হাত-পা বেঁধে অস্ত্র পিস্তল ও ছুরির মুখে জিম্মি করেন। এরপর ডাকাতেরা আমার খামারের দরজা খোলে বিদেশি জাতের বড় তিনটি গাভী ও ৪টি বাছুর নিয়ে গেছে।

এ ব্যাপারে রাণীনগর থানার ওসি মো. তারিকুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনার সত্যতা যাচাই এবং গরুগুলো উদ্ধারের চেষ্টা চলছে।

এ সম্পর্কিত আরও খবর