চাঁদপুরে ১২ শহীদ পরিবারকে ২৪ লাখ টাকার সহায়তা প্রদান

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চাঁদপুর | 2024-11-06 15:33:53

চাঁদপুরে শহীদ ১২ পরিবারের মাঝে দুই লাখ টাকা করে ২৪ লাখ টাকা প্রদান করা হয়। এরমধ্যে একজনকে ইতোমধ্যে ঢাকায় জামায়াতের একটি সভায় আর্থিক সহায়তা দেয়া হয়েছে।

বুধবার (৬ নভেম্বর) দুপুরে চাঁদপুর শহরের একটি রেস্টুরেন্টে জেলা জামায়াত ইসলামীর আয়োজনে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের এ সহায়তা প্রদান করা হয়েছে।

এসময় বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম। তিনি বলেন, স্বৈরাচার হাসিনা যদি এখনো ক্ষমতায় থাকতো, তাহলে লাখ লাখ মানুষ এখনো খুন হতো। প্রতিটি গ্রামগঞ্জের পাড়া মহল্লায় অগণিত লাশ আর লাশ আমরা দেখতে পেতাম।

তিনি বলেন, আওয়ামী লীগের শাসন আমলগুলো দেখলে পরিষ্কার বুঝা যায়, তারা দেশকে ধ্বংস করেছেন, দেশের রাজনীতিকে, বিচার ব্যবস্থা, মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়েছেন। আর চোরদেরকে ডাকাত বানিয়ে ডাকাতের খনি তৈরি করেছেন। বিগত ১৫ বছরে তারা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছেন।

তিনি আরও বলেন, শেখ মুজিব যুদ্ধে অংশ নেয়নি। তিনি স্বেচ্ছায় পাকিস্তানে কারাবরণে গেলেন। আর এদেশের খেটে-খাওয়া মানুষ যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। তারপর দেশে এসে সকল রাজনৈতিক দল বাদ দিয়ে একদলীয় রাজনৈতিক দল বাকশাল তৈরি করেছিল।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কুমিল্লা অঞ্চল টিম সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভুইয়া, চাঁদপুর জেলা আমীর (নবনির্বাচিত) মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

এসময় আরও বক্তব্য রাখেন, জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মাওলানা আবদুর রহিম পাটোয়ারীর সভাপতিত্বে জেলা সেক্রেটারি অ্যাড. মাসুদুল ইসলাম বুলবুল, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অ্যাড. মো. শাহজাহান মিয়া, অধ্যাপক আবুল হোসাইন, শহর আমীর অ্যাড. শাহজাহান খান, সদর আমীর নাছির উদ্দিন, জেলা ছাত্র শিবিরের সভাপতি মোহারম আলী, শহর সভাপতি ওমর ফারুকসহ জেলা জামায়াতের নেতৃবৃন্দসহ শহীদ পরিবারের সদস্য ও আন্দোলনে থাকা শিক্ষার্থীসহ অতিথিরা বক্তৃতা করেন।

এ সম্পর্কিত আরও খবর