চট্টগ্রামের হাটহাজারীতে পরীক্ষা দিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনা আহত ফাহিম ইভান (১৯) নামে এক কলেজছাত্র ৩ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে নগরীর একটি বেসরকারি চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাসপাতাল কর্তৃপক্ষ বার্তা২৪.কমকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
নিহত কলেজছাত্র ফাহিম ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউপির খলিফার বাড়ির সৌদি প্রবাসী জানে আলমের বড় ছেলে। ফাহিম ফটিকছড়ি সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।
এর আগে গত ২৮ অক্টোবর (সোমবার) বিকেল সাড়ে ৫টায় চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের সরকারহাট এলাকায় পরীক্ষা শেষ করে বাইক নিয়ে বাড়ি ফেরার পথে পথচারীদের রক্ষা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন ফাহিম।
নিহত ফাহিমের বন্ধুরা জানায়, সোমবার অনার্স ১ম বর্ষের ফাইনাল পরীক্ষা ছিল। হাটহাজারী কলেজে পরীক্ষা শেষ করে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল সে। সরকারহাট আসার পর তার মোটরসাইকেলের সামনে দুজন মহিলা রাস্তা পাড় হচ্ছিল।
এ সময় তাদের বাঁচানোর জন্য গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ছিটকে পড়ে গুরুতর আহত হয় ফাহিম। এরপর তাকে চট্টগ্রাম মেট্টোপলিটন হাসপাতালে ৩ দিন আইসিইউ এবং লাইফ সাপোর্টে রাখার পর বৃহস্পতিবার সে মারা যায়।