জেনেভা ক্যাম্পের মাদক সম্রাট বুনিয়া সোহেল গ্রেফতার

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-10-31 19:19:36

মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেলকে গ্রেফতার করেছে র‍্যাব। সোহেলের নামে মোহাম্মদপুর থানায় ৩টি হত্যা মামলাসহ, অপহরণ, চাঁদাবাজি ও মাদকের ১৮টি মামলা রয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সিলেট থেকে তাকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে র‍্যাবের একটি সুত্র নিশ্চিত করেছে।

সুত্র জানায়, সিলেট থেকে বুনিয়া সোহেলসহ তার দুই সহযোগীকে গ্রেফতার করার পর তাদের ঢাকায় আনা হচ্ছে।

বুনিয়া সোহেল জেনেভা ক্যাম্পের ৭ নম্বর সেক্টরের আব্দুস সালামের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি ক্যাম্পটিতে গ্যাং কালচার চালু করেছেন। বেশ কিছুদিন যাবৎ ‘চুয়া সেলিম’ ও ‘বুনিয়া সোহেল’ দুই গ্রুপেরর মধ্যে মাদক ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ চলছে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মোহাম্মদপুর ও আদাবর থানা থেকে প্রচুর অস্ত্র ও গোলাবারুদ তারা লুট করে ক্যাম্পে নিয়ে আসে দুই পক্ষই। সাম্প্রতিক কয়েকটি সংঘাতে এসব অস্ত্র হাতে মহড়া দিতে ও গুলি ছুঁড়তে দেখা গেছে সংঘাতে জড়ানো দুই পক্ষকেই। গোলাগুলিতে দুই মাসে নিহত হয়েছেন পাঁচ জন। আহত হয়েছেন শতাধিক মানুষ।

এ সম্পর্কিত আরও খবর