ফেনীতে ১ ঘণ্টার প্রতীকী রিপোর্টার্স ইউনিটির সভাপতি হলেন নাদিরা

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ফেনী | 2024-10-31 15:58:59

নারীর ক্ষমতায়ন উদুদ্ধকরনে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, ইয়েস বাংলাদেশের সহযোগিতায় ও ন্যাশনাল চিলড্রেন'স টাস্ক ফোর্স (এনসিটিএফ) ফেনীর আয়োজনে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষ্যে ফেনীতে গার্লস টেকওভার অনুষ্ঠিত হয়েছে।
টেকওভারের মাধ্যমে ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি শুকদেব নাথ তপন থেকে প্রতীকী দায়িত্ব নিয়ে ১ ঘন্টার প্রতীকী রিপোর্টার্স ইউনিটির সভাপতির দায়িত্ব পালন করেন ফেনী জেলা এনসিটিএফ'র চাইল্ড পার্লামেন্ট সদস্য নাদিরা আনজুম তাসমি। তিনি ফেনী শিশু নিকেতন কালেক্টরেট স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে রিপোর্টার্স ইউনিটি সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রিপোর্টার্স ইউনিটির সভাপতি শুকদেব নাথ তপন।

এসময় শিশুদের উদ্দেশ্য তিনি বলেন, আজকের এ শিশুরাই আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে। সাংবাদিক সংগঠনের দায়িত্ব অনেক বড় দায়িত্ব। সাংবাদিকরা জাতির বিবেক, তারা রাষ্ট্রকে সঠিক পথে পরিচালনা করতে সহযোগিতা করে। রাষ্ট্র বিনির্মানে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। এমন দায়িত্ব পালন একজন শিশুর জন্য গর্বের বিষয়।

তিনি বলেন, সাংবাদিকরা জনপ্রতিনিধি, প্রশাসনকে সঠিক পথে রাখতে গুরু দায়িত্ব পালন করে। এটি জনপ্রতিনিধিদের থেকেও বড় দায়িত্ব।বর্তমানে মেয়েদের অনেক বড় জায়গায় দেখা গেলেও বাস্তবিক সমাজ ব্যবস্থায় মেয়েরা এখনও পিছিয়ে। এমন আয়োজনের মধ্যে দিয়ে একটি শিশু ভবিষ্যতে ভালো কাজ করার সাহস পায়।এমন উদ্যোগ প্রশংসনীয়। এসময় তিনি আগামীতে এনসিটিএফ এর সকল কার্যক্রমে সহযোগিতা করার আশ্বাস দেন।

প্রতীকী দায়িত্ব নিয়ে এনসিটিএফ ফেনীর চাইল্ড পার্লামেন্ট সদস্য নাদিরা আনজুম তাসমি বলেন, প্রতীকী হলেও এটি জীবনের অনেক বড় পাওয়া। দেশে কন্যা শিশুরা এখন পিছিয়ে নেই। এ প্রতীকী দায়িত্ব আমাকে জীবনে এগিয়ে যেতে অনুপ্রেরণা দিবে। সাংবাদিকরা জাতির বিবেক, তারা দেশের অন্যায় অবিচারগুলো মানুষের কাছে তুলে ধরে। এমন দায়িত্ব পেলে দেশের জন্য কাজ করতে উৎসাহিত করবে।

তিনি বলেন, প্রতীকী দায়িত্ব ছাড়া ভবিষ্যতে যদি বাস্তবিক মূল ধারার সাংবাদিক সংগঠনের নেতৃত্ব দিতে পারি নারী, শিশুদের অধিকার রক্ষায়, বাল্যবিবাহ প্রতিরোধে ও নারীদের প্রতি অন্যায় নির্যাতন লেখনীর মাধ্যমে তুলে ধরতে চাই। যাতে সুন্দর বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে পারি।

ইয়েস বাংলাদেশ এর ফেনীর জেলা স্বেচ্ছাসেবক মোস্তাফিজুর রহমান মুরাদ বলেন, প্রতিবছর এনসিটিএফ এর আয়োজনে গার্লস টেকওভার অনুষ্ঠিত হয়। সমাজের নেতৃত্ব স্থানীয় যে জায়গাগুলোতে নারীদের কম দেখা যায় সে জায়গার দায়িত্ব নিয়ে নিজেদের অবস্থান ও নেতৃত্বের সাফল্য যাতে তুলে ধরতে পারে সে আত্মবিশ্বাস তৈরীর সুযোগ করে দেয়াই গার্লস টেকওভারের মূল উদ্দেশ্য।

এনসিটিএফ ফেনীর সভাপতি ফারজানা আহমেদ অহনার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিটিএফ ফেনীর উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী ইমন উল হক, দৈনিক মানবজমিনের জেলা প্রতিনিধি নাজমুল হক শামীম, এটিএন নিউজের জেলা প্রতিনিধি দিদারুল আলম, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এম এ জাফর, দৈনিক দেশ রুপান্তরের জেলা প্রতিনিধি শফিউল্লাহ রিপন, রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক মফিজুর রহমান, সদস্য মিজানুর রহমান, এনসিটিএফ ফেনীর সাধারণ সম্পাদক আরাফ সামাদুল ইসলাম, ইয়েস বাংলাদেশের জেলা স্বেচ্ছাসেবক হাফসা বিনতে ইকবাল জিনিয়া।

এসময় ইয়েস বাংলাদেশ ফেনীর সদস্য, এনসিটিএফ ফেনীর কার্যকরী কমিটির সদস্য ও সাধারণ সদস্যরা ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর