খাগড়াছড়িতে চলছে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, খাগড়াছড়ি | 2024-10-31 09:27:39

খাগড়াছড়ির পানছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ প্রসীত গ্রুপের তিন কর্মী নিহতের প্রতিবাদে ডাকা সকাল সন্ধ্যা সড়ক অবরোধ চলছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল থেকে অবরোধের কারণে দূরপাল্লার যান চলাচল না করলেও শহরের অভ্যন্তরে জনজীবন স্বাভাবিক রয়েছে।

সাপ্তাহিক হাটে কম দূরত্ব থেকে ক্রেতা বিক্রেতা আসছেন। বেলা বাড়ার সাথে সাথে শহরে গণপরিবহনের সংখ্যা বাড়ছে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের সতর্ক অবস্থান রয়েছে।

অবরোধের সমর্থনে জেলার বিভিন্ন পয়েন্টে ভোরে অবস্থান নিয়ে পিকেটিং হলেও অপ্রীতিকর কোনো খবর পাওয়া যায়নি।

এর আগে, বুধবার (৩০ অক্টোবর) সকালে খাগড়াছড়ির পানছড়ির শান্তিরঞ্জন পাড়ায় প্রতিপক্ষের গুলিতে নিহত হয় ইউপিডিএফ কর্মী সিজন চাকমা, জয়েন চাকমা ও শাসন ত্রিপুরা। এ ঘটনার জন্য ইউপিডিএফ প্রসীত গ্রুপ প্রতিপক্ষ গণতান্ত্রিক সমর্থকদের দায়ী করলেও তারা অস্বীকার করেছে। গতকাল সন্ধ্যায় নিহত ৩ ইউপিডিএফ কর্মীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে নিয়ে আসে পুলিশ। গত বছরও পানছড়িতে প্রতিপক্ষের হামলায় ইউপিডিএফ প্রসীত সমর্থিত বিভিন্ন সংগঠনের ৪ নেতা নিহত হয়।

এ সম্পর্কিত আরও খবর