ময়মনসিংহে কিশোরকে কুপিয়ে হত্যা

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ | 2024-10-30 10:32:34

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জিয়াউল ইসলাম (১৭) নামে এক কিশোরকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও দুই জন আহত হয়েছেন।

নিহত জিয়াউল ইসলাম উপজেলার আলীনগর গ্রামের মো.আলাল উদ্দিনের ছেলে। সে উচাখিলা স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী।

মঙ্গলবার (৩০ অক্টোবর) রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওবায়দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় ব্যবসায়ী আবদুল হকের ছেলের সঙ্গে কিছু দিন আগে বিরোধ সৃষ্টি হয় জিয়াউল ইসলামের। ওই ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি ছিলেন জিয়াউল। সম্প্রতি জিয়াউল জামিনে এসে মঙ্গলবার দুপুরে আবদুল হককে দেখে নেওয়ার হুমকি দেয়। এতে ক্ষিপ্ত হয়ে আবদুল হকে ছেলেরা উচাখিলা উত্তর বাজারে জিয়াউলকে কুপিয়ে আহত করে। পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থা সে মারা যায়। পরে জিয়াউলের মৃত্যু খবর ছড়িয়ে পড়লে জিয়াউলের লোকজন আবদুল হকের দুই ছেলে রাসেল ও রশিদের ওপর হামলা করে। এতে তারা গুরুতর আহত হয়ে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওবায়দুর রহমান বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের অভিযান চলছে।

এ সম্পর্কিত আরও খবর