‘হয় এবার, না-হয় নেভার’

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-10-28 10:03:43

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণের দাবি করে আসছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ অন্যান্য রাজনৈতিক দলগুলো। এবার রাষ্ট্রপতিকে অপসারণের বিষয়ে মন্তব্য করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহর বলেছেন ' হয় এবার, না-হয় নেভার'।

সোমবার (২৮ অক্টোবর) ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ব্যক্তিগত অ্যাকাউন্টে এমন মন্তব্য করে একটি পোস্ট করেন।

ওই পোস্টের কমেন্ট বক্সে তিনি অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্যের ' সাহাবুদ্দিন চুপ্পু কেন থাকবে না?' শিরোনামের একটি ভিডিও লিংক দেন।

এর আগে গতকাল রোববার (২৭ অক্টোবর) বিকেলে ১২ দলীয় জোটের চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বৈঠকে বসেন।

বৈঠকের পর হাসনাত আব্দুল্লাহ সাংবাদিকদের বলেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে চলে যেতেই হবে। অনেকেই নীতিগতভাবে এ ব্যাপারে একমত হয়েছে। ১২ দলও তার অপসারণের বিষয়ে একমত।

তিনি আরও বলেন, রাষ্ট্রপতির অপসারণ নিয়ে আলোচনার প্রয়োজন। একই সঙ্গে তার যাওয়ার পর কে আসবেন সেটি নিয়ে আলোচনা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর