ভোলায় আগ্নেয়াস্ত্রসহ ২ সন্ত্রাসী আটক

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম, ভোলা | 2024-10-27 14:32:46

ভোলায় কোস্টগার্ড অভিযানে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ ধারালো অস্ত্রসহ দুই দুর্ধর্ষ সন্ত্রাসীকে আটক করা হয়েছে।

রোববার (২৭ অক্টোবর) সকালে জেলার দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃত ডাকাতরা হলো- মো. লোকমান হোসেন ও মো. হাসনাইন। এরা দুজনে সম্পর্কে বাবা-ছেলে। তাদের বাড়ি চরপাতা ইউনিয়নে ৪নং ওয়ার্ডে।

ভোলা কোস্টগার্ড দক্ষিণ জোনের লে. কমান্ডার মো. রিফাত আহমেদ এক প্রেস ব্রিফিং এ জানান, আটককৃতরা বিগত কয়েকবছর ধরে ভোলার দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়ন সংলগ্ন মেঘনা নদী ও তার আশপাশের চরে জেলেদের জিম্মি করে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডের পাশাপাশি ভয় ভীতি দেখিয়ে নানা অপকর্ম করে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি দল ভোলা দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের ৪নং ওয়ার্ডে অভিযান চালায়। এসময় সেখান থেকে ১টি দেশীয় পিস্তল, ৬টি দেশীয় ধারালো অস্ত্রসহ মো. লোকমান হোসেন ও তার ছেলে হাসনাইনকে আটক করা হয়।

আটককৃতদের পরবর্তীতে আইনানুগ কার্যক্রম শেষে জব্দকৃত অস্ত্রসহ পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান লে. কমান্ডার মো. রিফাত আহমেদ।

এ সম্পর্কিত আরও খবর