বিতর্কিত বক্তব্যের জেরে ভোলায় শ্রমিক দলের প্রতিবাদ সমাবেশ

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ভোলা | 2024-10-26 18:21:59

ভোলায় জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের বিরুদ্ধে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মো. কবির হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অসম্মানজনক ভিডিও বার্তা প্রকাশ করায় প্রতিবাদ সমাবেশ করছে জেলা শ্রমিক দল।

শনিবার (২৬ অক্টোবর) সকালে জেলা বিএনপি কার্যালয়ে জেলা শ্রমিক দল আয়োজিত প্রতিবাদ সভায় মো. কবির হোসেনের বহিষ্কারের দাবি জাননো হয়।

সভায় বক্তারা কবির হোসেনকে সন্ত্রাসী, চাঁদাবাজ উল্লেখ করে প্রকাশিত ভিডিও বার্তার বক্তব্যের জন্য দলের সবার কাছে ক্ষমা চাওয়ার দাবি জানান।

বক্তারা অভিযোগ করেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কবির হোসেন সম্প্রতি তার ফেইসবুক আইডিতে জেলা বিএনপির আহ্বায়ক, যুগ্ম আহবায়ক ও উপজেলা বিএনপির আহ্বায়ক, যুগ্ম আহবায়কসহ সিনিয়ন নেতৃবৃন্দের বিরুদ্ধে মনগড়া ও অসম্মানজনক বক্তব্য দেন।

জেলা শ্রমিক দলের সভাপতি সহিদুল আলম মানিকেরকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তানভীর হোসেন তালুকদারের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবদুল কাদের সেলিম, জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি খন্দকার আল আমিন,যুবদলের সিনিয়র সহ-সভাপতি ফকরুল আলম ফেরদৌস, সংগঠনিক সম্পাদক মো. মনির, জেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব, মোহাম্মদ আব্দুল্লাহ,ভোলা সদর উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আওলাদ হোসেন বাহার, সদস্য সচিব আব্দুল কাদের বিপ্লবসহ অনেকে বক্তব্য রাখেন।

এ সম্পর্কিত আরও খবর