আশুগঞ্জে চোরাচালানের ৮০ বস্তা জিরাসহ আটক ৩

, জাতীয়

ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ব্রাহ্মণবাড়িয়া | 2024-10-22 10:55:36

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চোরাচালানের মাধ্যমে আনা ৮০ বস্তা জিরাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এসময় একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।

সোমবার (২১ অক্টোবর) বিকালে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার সোনারামপুর রাজমনি হোটেলের সামনে থেকে তাদের আটক করা হয়। তবে বিষয়টি মঙ্গলবার সকালে সাংবাদিকদের নিশ্চিত করে পুলিশ।

আটককৃতরা হল, সুনামগঞ্জ জেলার ভিসগম্ভপুর থানার বোনপুর এলাকার মোহাম্মদ আলীর ছেলে আবু সিদ্দিক (২০), জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার লিলাশিখা নতুনপাড়া এলাকার মো. আলম মিয়ার ছেলে মো. বাহাদুর রাজশাহী জেলার শাহমগদুম উপজেলার পবা নতুনপাড়া এলাকার আবদুল গাফফার মিয়ার ছেলে মো. সাগর (২৭)।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো বিল্লাল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান চালায় পুলিশ। এসময় শুল্ক বা কর ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে সীমান্ত অতিক্রম করে ভারত থেকে আনা ৮০ বস্তা জিরা ও একটি কাভার্ড ভ্যানসহ তিনজনকে আটক করা হয়।

তিনি আরও বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এ সম্পর্কিত আরও খবর