আন্দোলনে নিহত ওয়াসিম নামে ফ্লাইওভারের নামকরণের দাবি

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম | 2024-10-14 21:30:43

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহত চট্টগ্রাম কলেজের মেধাবী ছাত্র শহীদ ওয়াসিম আকরামের নামে ফ্লাইওভারের নামকরণ করার দাবি জানিয়েছে আমরা চট্টগ্রামবাসী নামের একটি সংগঠন।

সোমবার (১৪ অক্টোবর) সকাল ১১ টায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ কার্যালয়ের সামনে মানববন্ধন ও সিডিএ'র চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

আমরা চট্টগ্রামবাসী সংগঠনের আহবায়ক এস কে খোদা তোতনের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লায়ন মুজিবর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তানভীর হায়দার আরিফ, বিশেষ অতিথি ছিলেন রাজনীতিবিদ অধ্যাপক শেখ মহিউদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে লায়ন মুজিবর রহমান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রাম কলেজের মেধাবী ছাত্র ওয়াসিম আকরাম প্রথম শহীদ হয়েছেন। শহীদ ওয়াসিম আকরামের নামে চট্টগ্রামে ফ্লাইওভারের নামকরণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি। এই বিপ্লবের ইতিহাস শহীদ ওয়াসিমের ইতিহাস চট্টগ্রামবাসী যুগ যুগান্তর স্মরণ রাখবে।

প্রধান বক্তার বক্তব্যে তানভীর হায়দার আরিফ বলেন, শহীদ ওয়াসিম আকরামের নামে চট্টগ্রামে লালখান বাজার ফ্লাইওভারটি নামকরণ করতে হবে। পতিত স্বৈরাচার সরকার এবং তাদের দোসররা এখনো ষড়যন্ত্রে লিপ্ত। আমরা শহীদ ওয়াসিম এই আত্মত্যাগ বৃথা যেতে দিবো না।আমরা শহীদ ওয়াসিমের ইতিহাস চট্টগ্রামের প্রতিটি দেওয়ালে দেওয়ালে লিখতে চাই।

বিশেষ অতিথি শেখ মহিউদ্দিন বলেন, দীর্ঘ আন্দোলন আর ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচার হাসিনা সরকার পতন হয়েছে। শহীদ ওয়াসিম আকরামের নামে লালখান বাজার ফ্লাইওভারটি নামকরণ করার জোর দাবি জানাই।

সভাপতির বক্তব্যে এস কে খোদা তোতন বলেন, স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমাদের সন্তান ওয়াসিম আকরাম শহীদ হয়েছে। যতদিন গণতন্ত্র থাকবে ততদিন শহীদ ওয়াসিম আকরামের নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমরা জুলাই বিপ্লবে সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। শহীদ ওয়াসিম আকরাম তার জীবন উৎসর্গ করে দেশের মানুষের মুক্তির আন্দোলন সফল করেছে। আমরা লালখান বাজার ফ্লাইওভারের নাম শহীদ ওয়াসিম আকরামের নামে নামকরণের জোর দাবি জানাই।

আমরা চট্টগ্রামবাসী সংগঠনের সদস্য সচিব এবি জিয়া উদ্দিন ও আরিফুর রহমান মিঠুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন আমরা চট্টগ্রামবাসী সংগঠনের নেতা তোফাজ্জল হোসেন, আকতার খান, এস এম আজাদ, এডভোকেট আব্দুল আজিজ, লায়ন রিয়াজ, জুয়েল, হিসাম দুলাল, কালাম, লিটন, মালেক, মিজান, শাকিল, রাসেল, ওমর ফারুক, বিপ্লব প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর