দুর্নীতির অভিযোগে কেসিসি‘র কর্মচারিকে চাকরি থেকে অব্যাহতি

খুলনা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-06-02 14:55:24

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) কর্মচারী ইউনিয়নের সভাপতি উজ্জল কুমার সাহাকে চাকরিচ্যুত করা হয়েছে।

বুধবার (৯ জানুয়ারি) গণমাধ্যমে এ সংবাদ জানানো হলেও মঙ্গলবার (৮ জানুয়ারি) কেসিসির সচিব মোঃ আজমুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। চিঠিতে ‘ভান্ডার শাখায় দুর্নীতি’র অভিযোগে তাকে চাকরিচ্যুত করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

মাস্টার রোলের কর্মচারী উজ্জল কুমার সাহা বিএনপি'র অঙ্গ সংগঠন শ্রমিক দলের খুলনা জেলা কমিটির আহ্বায়ক। গত ১ অক্টোবর থেকে তিনি ওএসডি অবস্থায় কেসিসির খালিশপুর শাখা অফিসে সংযুক্ত ছিলেন। এর আগে তিনি কনজারভেন্সি বিভাগের ভান্ডার শাখায় কর্মরত ছিলেন।

উজ্জল কুমার সাহা বলেন, বর্তমান মেয়র দায়িত্ব নেওয়ার পরদিন আমার মোটর সাইকেল কেড়ে নেওয়া হয়। এরপর আমাকে ওএসডি করা হয়। সর্বশেষ বরখাস্ত করা হয়েছে। রাজনৈতিক কারণেই এগুলো করা হয়েছে।

তিনি আরো বলেন, ‘গত ১ অক্টোবর খালিশপুর অফিসে সংযুক্তির আগে ভান্ডারের সকল হিসাব বুঝিয়ে দিয়ে এসেছি। সবশেষ ৩ মাস এ ব্যাপারে কেউ একটি কথাও বলেনি। ভান্ডার শাখায় দুর্নীতির অভিযোগ সঠিক নয় বলে দাবি করেন তিনি।

চাকরি চ্যুতির বিষয়ে কেসিসির সচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তা কোনো বক্তব্য দিতে রাজি হননি।  

এ সম্পর্কিত আরও খবর