নদী ভাঙন রোধে নৌকায় ভোট চান মেজর মান্নান

কুমিল্লা, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 15:55:49

লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগরে নদী ভাঙন রোধ করতে নৌকায় ভোট চেয়েছেন বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান।

তিনি বলেছেন, ‘রামগতি ও কমলনগরের প্রধান সমস্যা নদী ভাঙন। এ সমস্যা সমাধানে আওয়ামী লীগ সরকার মেঘনা নদীর তীর রক্ষা বাঁধ নির্মাণ করে দিয়েছেন। সারাদেশের মত এখানেও গত পাঁচ বছরে ব্যাপক উন্নয়ন হয়েছে। এর আগে এ অঞ্চলের উন্নয়নে ও নদী তীর রক্ষা বাঁধ নির্মাণের জন্য বাজেট এসেছে। কিন্তু বাজেটের টাকা লুটপাট হয়ে গেছে ‘

মঙ্গলবার (১১ ডিসেম্বর) বিকালে লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনে নির্বাচনী প্রচারণায় রামগতি উপজেলার আলেকজান্ডার বাজার এলাকায় ভোটারদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। আবদুল মান্নান এ আসনে মহাজোট প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, রামগতি পৌরসভার সাবেক মেয়র আজাদ উদ্দিন চৌধুরী, কমলনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম নুরুল আমিন, কেন্দ্রীয় আওয়ামী লীগের ক্রীড়া উপ-কমিটির সহ-সম্পাদক আবদুজ্জাহের সাজু প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর