তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আবেদনের শুনানি ৯ ফেব্রুয়ারি

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2025-01-19 11:41:44

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা-সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনা (রিভিউ) শুনানি আবারও পেছানো হয়েছে। নতুন করে এই শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ৯ ফেব্রুয়ারি।

রোববার (১৯ জানুয়ারি) সকালে বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে বিএনপির পক্ষে সময় আবেদন করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করে আনা সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে করা আবেদন শুনানির জন্য আজকের কার্যতালিকায় ছিল।

গত ১ ডিসেম্বর প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ রিভিউ শুনানির জন্য এ তারিখ নির্ধারণ করেছিলেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে এই রিভিউ আবেদনটি গত ১৬ অক্টোবর করা হয়। একইসঙ্গে সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারও রিভিউ আবেদন করেন।

রিভিউ আবেদনের উদ্দেশ্য হলো, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের জন্য সংবিধানের ত্রয়োদশ সংশোধনী পুনর্বিবেচনার মাধ্যমে রাজনৈতিক ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করা। শুনানিতে বিচার ব্যবস্থার বিভিন্ন দিক এবং জনগণের স্বার্থের বিষয়গুলো উচ্চ আদালতের সামনে উপস্থাপন করা হবে।

এ সম্পর্কিত আরও খবর