বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর ধানমন্ডিতে শামীম নামে এক কিশোর হত্যা মামলায় সাবেক বিমান মন্ত্রী লে. কর্নেল (অব.) ফারুক খান, সাবেক এমপি সাদেক খান, ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর সৈকত ও ঢাকা দক্ষিণ সিটির সাবেক কাউন্সিলর হাসিবুর রহমান মানিকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মামলাটির তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার উপপরিদর্শক মনির হোসেন প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
রোববার (৮ ডিসেম্বর) শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম মো. শাহিন রেজার আদালত প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করলে আদালত তা নাকচ করে দেন।
গত ৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন কিশোর শামীম। মামলায় অভিযোগ করা হয়, এসময় আসামিদের ছোঁড়া গুলিতে নিহত হয় কিশোর শামীম।
ওই ঘটনায় বাদী হয়ে ধানমন্ডি থানায় নিহত শামীমের মা জাহানারা বেগম শেখ হাসিনাসহ ১২৮ জনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করেন।