সাবেক আইজিপি বেনজীরের ক্যাশিয়ারখ্যাত জসিম কারাগারে

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-12-04 19:14:12

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের ক্যাশিয়ারখ্যাত জসিম উদ্দিনকে এক হত্যাচেষ্টা মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। 

বুধবার (৪ ডিসেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুর রহমানের আদালত এই আদেশ দেন। তার জামিন বিষয়ে শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করা হয়েছে। 

মামলাটির তদন্ত কর্মকর্তা বাড্ডা থানা পুলিশের উপপরিদর্শক মো. রাসেল পারভেজ বুধবার আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেছিলেন।

এর আগে বুধবার খিলক্ষেত থানাধীন নিকুঞ্জের হোটেল লা-মেরিডিয়ান এর পাশে রাস্তা থেকে জসিম উদ্দিনকে গ্রেফতার করা হয়।

মামলার অভিযোগে বলা হয়, গত ২০ জুলাই মামলার বাদী মো. দুর্জয় আহম্মেদ (২৮) কোটা আন্দোলনের মিছিলে অংশগ্রহণ করে বাড্ডা থানাধীন মধ্যবাড্ডা ইউলুপ এর নিচে পোস্ট অফিস গলি মাথায় রাস্তার উপর অবস্থানকালে এজাহারে বর্ণিত আসামি অর্থাৎ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশনায় তাদের অনুসারিদের হাতে থাকা অবৈধ অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্য এলোপাতাড়ি গুলি করলে বাদীর দুই চোখ অন্ধ হয়ে যায়। এছাড়া মাথায় পিছনে আঘাত লেগে গুরুতর আঘাত প্রাপ্ত হয়। ওই সময়ে আসামিরা বাদীকে মৃত ভেবে রাস্তায় ফেলে চলে যায়। পথচারী লোকজনের সহায়তায় বাদী এ এম জেড হাসপাতালে নিয়ে যায় কর্তব্যরত ডাক্তার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে রেফার্ড করে এবং উন্নত চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা নেন। 

ওই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম উল্লেখ করে ৯০ জনের নামে মামলাটি দায়ের করা হয়। জসিম উদ্দিন এ মামলার ২১তম এজাহারনামীয় আসামি।

এ সম্পর্কিত আরও খবর