স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

, আইন-আদালত

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজবাড়ী | 2024-10-22 22:08:20

স্ত্রীকে পানিতে চুবিয়ে হত্যার দায়ে রাজবাড়ীতে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওই স্বামীর নাম মনির হাসান (৪৭)। সে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের নলিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।

মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক জান্নাতুন লিলিফা আক্তার এ রায় দেন।

জানা যায়, ২০২৩ সালের ২৯ জুন রাতে মনির হাসান তার স্ত্রী হাসি বেগমকে কৌশলে গোয়াল ঘরে নিয়ে গরুর খাবার দেওয়ার পাত্রের পানির মধ্যে চুবিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনায় নিহতের ভাই ইয়াকুব বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তারই প্রেক্ষিতে বিচারিক কার্যক্রম শেষের বিজ্ঞ আদালত তাকে মৃত্যুদণ্ডাদেশ প্রদান করেন।

রাজবাড়ী জেলা বারের আইনজীবী বিজন বোস বলেন, দ্রুত সময়ের মধ্যে মামলার রায় হওয়ায় আমরা সন্তুষ্ট। এ রায়ে আমরা খুশি।

বিয়ের পর মনির হাসান ঘর জামাই হিসেবে শ্বশুর বাড়িতে থাকতেন। তাদের ঘরে দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর