ঢাকা ফিরেই গ্রেফতার ‘কাচ্চি ভাই’র মালিক

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2024-05-08 18:58:22

রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই রেস্তোরাঁর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় মালয়েশিয়া থেকে ঢাকায় ফিরেই গ্রেফতার হয়েছেন ‘কাচ্চি ভাই’ রেস্তোরাঁর মালিক সোহেল সিরাজ।

মঙ্গলবার (৭ মে) রাতে মালয়েশিয়া থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামলে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে বেইলি রোডের ঘটনায় করা মামলার তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির হাতে তুলে দেয়।

ভবনে আগুন লাগার পরপরই তিনি দেশ থেকে মালয়েশিয়া চলে যান। সিরাজকে গ্রেফতারের মধ্য দিয়ে ওই ঘটনায় মোট সাতজনকে গ্রেফতার করা হলো।

বুধবার (৭ মে) সকালে সোহেল সিরাজকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানায় সিআইডি। শুনানি শেষে বিচারক তার দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ২৯ ফেব্রুয়ারি রাত পৌনে ১০টার দিকে বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামের আটতলা ভবনে আগুন লাগে। ওই ভবনের দ্বিতীয় তলায় ছিল বিরিয়ানির দোকান কাচ্চি ভাই রেস্তোরাঁ। ওই ঘটনায় ৪৬ জনের মৃত্যু হয়।

এ সম্পর্কিত আরও খবর