মসজিদে হারাম ও নববির ধর্ম বিষয়ক বিভাগ নারী উমরাযাত্রীদের কাছে একটি বার্তা পাঠিয়েছে, তারা যেন হারামাইনে (মসজিদে হারাম ও মসজিদে) যতটা সম্ভব ইবাদত-বন্দেগিতে সময় ব্যয় করেন, কোরআন তেলাওয়াত করে উপকৃত হন। মোবাইল ফোনে স্মৃতি রক্ষার নামে ছবি তুলে সময় নষ্ট না করেন।
হারামাইন ইনস্টিটিউশন বিশ্বের নানাপ্রান্ত থেকে আগত নারী যাত্রীদের উদ্দেশ্যে দেওয়া বিশেষ বার্তায় বলেছে, ‘হারামাইনের পবিত্রতার প্রতি বিশেষ যত্ন নিন।’ ‘মসজিদে হারাম এবং মসজিদ নববিতে অবস্থানকালীন সময়গুলো কাজে লাগান এবং পবিত্র কোরআন তেলাওয়াত করুন এবং বেশি বেশি তওয়াফ ও নফল নামাজ পড়ুন।’
মসজিদে হারাম ও নববিতে বিভিন্ন ভাষায় বিশেষ কোরআন শিক্ষার ব্যবস্থা রয়েছে, প্রয়োজনে সেখানে সময় দিন, এর মাধ্যমে আপনি ইসলামের প্রকৃত শিক্ষা সম্পর্কে সঠিকভাবে সচেতন হতে পারবেন।
নারীদের উদ্দেশ্যে দেওয়া বার্তায় আরও বলা হয়েছে, ‘প্রিয় বোনেরা! দয়া করে মনে রাখবেন যে, আপনারা বিশ্বের সবচেয়ে পবিত্র স্থানে আছেন এবং এখানে আপনাদের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতএব, এই পবিত্র স্থানের পবিত্রতার প্রতি বিশেষ যত্নবান হোন।’
তাওয়াফ এবং সাঈয়ের সময়, বিশেষ করে মসজিদে হারাম থেকে বের হওয়ার সময়, জনাকীর্ণ স্থানে না যাওয়ার বিষয়ে বিশেষ যত্নবান হোন। প্রার্থনায় বেশি সময় ব্যয় করুন।
যদি আপনি ধর্মীয় কোনো বিষয়ে জানতে চান, তাহলে হারামাইনের নির্দেশিকা কেন্দ্রে যোগাযোগ করুন এবং তাদেরকে সমস্যাটি বলুন, যেখানে আপনাকে সঠিকভাবে নির্দেশনা দেওয়া হবে।
নারীদের এমন বার্তা ছাড়াও মসজিদে হারাম কর্তৃপক্ষ বারবার ছবির বিষয়ে সতর্ক করে আসছে। এ সংক্রান্ত প্রচারণায় বলা হয়েছে, ‘মসজিদে হারামে ছবি তোলার সময় আশেপাশের লোকজনের প্রাইভেসির বিষয়ে সর্তক থাকুন। তাদের ছবি তুলবেন না এবং তাদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না।
উল্লেখ্য, পবিত্র হারামের সব মুহূর্তই মহিমান্বিত। তাই সেখানে অবস্থানের সময় ইবাদত-বন্দেগিতে কাটানো দরকার।
এ লক্ষে মসজিদে হারামের প্রধান ইমাম শায়খ আবদুর রহমান আস সুদাইস কিছুদিন আগে দেওয়া বাণীতে বলেন, দুই পবিত্র স্থানে ছবি তোলা ও ভিডিও করা নিয়ে ব্যস্ত হয়ে সময় নষ্ট করবেন না। এখানে ইবাদতে বেশি সময় কাটান, সময় ও পবিত্র স্থান দ্বয়ের মূল্যায়ন করুন।