ইরানের রাজধানী তেহরানে আগামী এপ্রিল (২০১৯) মাসে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক ওই কোরআন প্রতিযোগিতার ৩৬তম আসর এবার।
প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ৪ জন হাফেজ ও কারি। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ ঢাকাস্থ ইরানি কালচারাল অ্যাটাশের সহায়তায় শতাধিক প্রতিযোগী থেকে প্রতিযোগিতার মাধ্যমে তাদের নির্বাচন করেছেন।
প্রতিযোগীরা হলেন- কেরাত পুরুষ বিভাগে কারি আল ইমরান, হাফেজ পুরুষ বিভাগে হাফেজ মুহাম্মাদ আব্দুল্লাহ মাহমুদ, হাফেজ নারী বিভাগে মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার মহিলা শাখার ছাত্রী হাফেজ আয়েশা সিদ্দিকা এবং দৃষ্টি প্রতিবন্ধী কেরাত বিভাগে কারি মাজহারুল ইসলাম। চতুর্থবারের মতো দৃষ্টি প্রতিবন্ধীদের নিয়ে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা আয়োজন করছে ইরান।
প্রতিযোগী এবং তার সহযোগীর ভিসা, প্লেনের টিকিট এবং ইরানে থাকা-খাওয়ার সার্বিক খরচ আয়োজক কমিটি বহন করবে।
এর আগে ইরান আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার বিভিন্ন বিভাগের অংশ নিয়ে বাংলাদেশি প্রতিযোগীরা সফলতার স্বাক্ষর রেখেছেন।