মুসলিম ঐতিহ্যের শহর কাজান

ইসলামি খবর, ইসলাম

ইসলাম ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 13:57:50

২০২২ সালের ওআইসি ইয়ুথ ক্যাপিটাল হিসেবে তাতারিস্তানের রাজধানী কাজানকে ঘোষণা দেওয়া হয়েছে। কাজানকে বলা হয়, মুসলিম ঐতিহ্যের শহর। এর আগে ২০২০ সালে ঢাকা ওআইসি ইয়ুথ ক্যাপিটাল হিসেবে ছিল। করোনা মহামারির কারণে তা ২০২১ সাল পর্যন্ত সম্প্রসারিত হয়।

২৩ নভেম্বর এক বিবৃতিতে ইসলামিক কো-অপারেশন ইয়ুথ ফোরাম (আইসিওয়াইএফ) এ তথ্য জানিয়েছে।

অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি) ভূক্ত ৫৭টি দেশে মুসলিম যুব সংহতি বাড়ানোসহ তরুণদের নিয়ে আগামী এক বছর দুর্দান্ত কাজের সুযোগ পাবে তাতারিস্তানের কাজান অঞ্চল।

এছাড়া ওআইসিভূক্ত দেশের তরুণদের উন্নয়ন, আন্তর্জাতিক প্রকল্প ও আন্ত-সাংস্কৃতিক বৈচিত্রময় কার্যক্রমসহ নানা ধরনের কাজের সুযোগ থাকবে।

আগামী এক বছর রাজধানী কাজান ওআইসিভূক্ত দেশগুলোর তরুণদের আন্তঃসাংস্কৃতিক বৈচিত্র্য বাড়াতে নানা ধরনের কর্মসূচী হাতে নেবে। শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমের পাশপাশি ওআইসি অঞ্চলের তরুণদের ঐক্যের চেতনাকে বাড়াতে উৎসাহিত করবে।

ওআইসি ইয়ুথ ক্যাপিটাল বছরব্যাপী ধারাবাহিক বিভিন্ন আন্তর্জাতিক প্রোগ্রামের আয়োজন করবে। এতে শিক্ষা, সংস্কৃতি থেকে শুরু করে তরুণ নেতৃত্ব, বিনোদন, খেলাধুলা ও তরুণদের ক্ষমতায়নের সক্ষমতা এবং মুসলিম তরুণদের অগ্রগতি ও উন্নয়নের জন্য একটি আন্তর্জাতিক অঙ্গণে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে।

কাজান রাশিয়ার অন্তর্গত তাতারস্তান প্রজাতন্ত্রের রাজধানী ও বৃহত্তম শহর। এটি রাশিয়ার ৬ষ্ঠ সর্বাধিক জনবহুল শহর; এর জনসংখ্যা প্রায় ১১ লক্ষ ৪৩ হাজার। কাজান শহরটি ভোলগা নদী এবং কাজানকা নদীর সঙ্গমস্থলে রাশিয়ার ইউরোপীয় অংশে অবস্থিত। কাজানের নগরদুর্গ বা ক্রেমলিনটি একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান।

নিরাপদ শহর হিসেবে কাজানের বেশ সুনাম রয়েছে। মুসলিম প্রধান এই শহরে হালাল রেস্তোরার অভাব নেই। ইউরোপ-রাশিয়ার সবচেয়ে বড় কুলশরিফ মসজিদ তাতারস্তানের জাতীয় মসজিদ এবং তাতার মুসলিম সংস্কৃতির প্রতীক এই শহরে অবস্থিত।

এ সম্পর্কিত আরও খবর