সীমিত আকারে রাণী এলিজাবেথের আনুষ্ঠানিক জন্মদিন উদযাপন

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-28 09:10:05

জন্মদিন উপলক্ষে উইন্ডসর ক্যাসেলে সামাজিক দূরত্ব মেনে আয়োজিত সামরিক অনুষ্ঠান পরিদর্শন করেছেন ব্রিটেনের রাণি এলিজাবেথ।

সাধারণত প্রতিবছর সেন্ট্রাল লন্ডন জুড়ে আয়োজিত সৈন্যদের বিরাট প্যারেড অনুষ্ঠান করোনাভাইরাস মহামারির কারণে বাতিল করে শনিবার (১৩ জুন) সীমিত আকারে এই আয়োজন করা হয়। এই দিবস উদযাপন উপলক্ষে সশস্ত্র সালামও বাতিল করা হয়।

মার্চের শেষ দিকে দেশে লকডাউন জারির পর এটিই প্রথম আনুষ্ঠানিকভাবে রাণীর জনসম্মুখে আসা। জন্মদিন উপলক্ষে বরাবরের ঐতিহ্যবাহী অনুষ্ঠানের পরিবর্তে ৯৪ বছর বয়সী রাণী প্রাসাদ চত্বরে ১নং ব্যাটেলিয়ান ওয়েলশ গার্ডের ড্রিল দেখেন। তার পোশাকে গাঁথা ছিল হীরার ওয়েলশ গার্ড ব্রোচ। সৈন্যরা ২ মিটার দূরত্ব বজায় রাখার সামাজিক বিধি মেনে ড্রিল প্রদর্শন করে। রাণীর জন্য সঙ্গীতও পরিবেশন করা হয়।

৬৮ বছর ধরে সিংহাসনে বসা রাণী এলিজাবেথ তার স্বামী ৯৯ বছর বয়সী প্রিন্স ফিলিপের সাথে পশ্চিম লন্ডনের প্রাসাদে বাস করেন। এই সপ্তাহের শুরুর দিকে বাকিংহাম প্রাসাদ ফিলিপের জন্মদিন উপলক্ষে এই যুগলের একটি ছবি প্রকাশ করে। তবে রাণীর প্রকৃত জন্মদিন ২১ এপ্রিল হলেও তার আনুষ্ঠানিক জন্মদিন জুন মাসে।

এ সম্পর্কিত আরও খবর