করোনাভাইরাসের নমুনা নিয়ে পালালো বানর

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 13:25:56

ভারতে একদল বানর একজন স্বাস্থ্যকর্মীকে আক্রমণ করে তার কাছ থেকে করোনা পজিটিভ রোগীদের রক্তের নমুনা ছিনিয়ে নিয়েছে।

চলতি সপ্তাহে একজন ল্যাবরেটরি টেকনিশিয়ান উত্তর প্রদেশের রাজধানী লখনউ থেকে ৪৬০ কিলোমিটার দূরে মিরাটের একটি সরকারি মেডিকেল কলেজের মধ্যে দিয়ে হেঁটে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।

হাসপাতালের একজন কর্মকর্তা ডাক্তার এস কে গার্গ বলেন, চিকিৎসা চলছে এমন চারজন কোভিড-১৯ রোগীর রক্তের নমুনা কেড়ে নিয়ে বানরগুলো পালিয়ে গেছে। আমরা আবার রোগীদের রক্তের নমুনা নিয়েছি।

বানরগুলো রক্তের নমুনা ফেলে দিয়েছে কিনা সে বিষয়ে প্রশাসন নিশ্চিত নয়। হাসপাতাল এলাকায় বসবাসকারীরা ভয় পাচ্ছেন, যদি বানররা এগুলো রেসিডেন্সিয়াল এলাকায় নিয়ে গিয়ে ফেলে তাহলে সেখান থেকে আবার সংক্রমণ ঘটতে পারে।

গার্গ জানান, সংক্রমিত ব্যক্তির রক্তের সংস্পর্শে এলে বানর আক্রান্ত হওয়ার কোন সম্ভাবনা আছে কিনা সে বিষয়টি স্পষ্ট নয়।

ধারণা করা হয়, গত বছর শেষের দিকে চীনের উহান শহরের বন্যপ্রাণীর বাজারে কোন একটি প্রাণী থেকে ভাইরাসটি মানুষের শরীরে এসেছে।

উল্লেখ্য, ভারতে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১ লাখ ৬৫ হাজার ৭৯৯ জন এবং মারা গেছে ৪ হাজার ৭০৬ জন।

ভারতে মানুষের স্বাভাবিক জীবনযাপনে বানরের হানা দিয়ে সমস্যা সৃষ্টি করা ক্রমশ বাড়ছে। এমনকি এরা মানুষের ওপর সরাসরি আক্রমণও করছে। পরিবেশবাদীরা মনে করেন, প্রাকৃতিক বাসস্থান নষ্ট করার ফলে প্রাণীরা খাদ্যের খোঁজে শহরে চলে আসছে।

এ সম্পর্কিত আরও খবর