নরওয়েতে ২০ আগস্ট পর্যন্ত ভ্রমণে নিষেধাজ্ঞা

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-25 06:40:29

নরওয়েতে ভ্রমণের ওপর আরোপিত নিষেধাজ্ঞা ২০ আগস্ট পর্যন্ত বহাল থাকবে।

শুক্রবার (১৫ মে) দেশটির প্রধানমন্ত্রী আর্না সোলবার্গ এ কথা জানিয়েছেন।

অর্থনৈতিক কার্যক্রম চালু ও করোনাভাইরাসের সংক্রমণ রোধ নিয়ে আলোচনা শেষে এ সিদ্ধান্ত নিয়েছে নরওয়ে সরকার।

কর্মকর্তাদের প্রয়োজন ছাড়া বিদেশ ভ্রমণ থেকে বিরত থাকা, বিদেশ থেকে ফেরা সবাইকে ১০ দিন কোয়ারেন্টাইনে রাখা এবং যাদের নরওয়েতে থাকা ও কাজ করার অধিকার নেই তাদের প্রবেশে বাধা— এই নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত।

সংবাদ সম্মেলনে সোলবার্গ বলেন, প্রয়োজনের চেয়ে বেশি দিন আমরা নিষেধাজ্ঞা জারি রাখব না। আমার পরামর্শ হলো— মানুষজন যেন এবার নরওয়েতেই ছুটি কাটানোর পরিকল্পনা করে।

সরকার ১৫ জুন থেকে শুধু নর্ডিক দেশগুলোর মধ্যে অবসরকালীন ভ্রমণ চালু করতে পারে এবং ২০ জুলাইয়ের মধ্যে শুধু নির্দিষ্ট কিছু ইউরোপীয় দেশের পর্যটকদের নরওয়েতে ভ্রমণের অনুমতি দিতে পারে।

তবে কিছু গুরুত্বপূর্ণ খাত যেমন - কৃষি, মৎস্য অথবা তেল শিল্পে কর্মরত বিদেশিদের দেশটিতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে তাদের আগে দশ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।

বিদেশি পর্যটকদের ওপর নিষেধাজ্ঞা জারি করায় নরওয়ের পর্যটন খাত বড় ধরনের আর্থিক বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। তাই করোনা পরিস্থিতিতে নরওয়ে সরকার নাগরিকদের নিজ দেশের মধ্যে ভ্রমণে উৎসাহিত করেছে।

এ সম্পর্কিত আরও খবর