করোনাভাইরাস সংকট মোকাবিলায় ব্রিটিশ সরকারের সমর্থনে ভাটা পড়েছে, যা ভোটারদের কাছে প্রধানমন্ত্রী বরিস জনসনকে দুর্বল অবস্থানে নিয়ে গেছে।
বুধবার (১৩ মে) প্রকাশিত এক জরিপে এ তথ্য বেরিয়ে এসেছে।
পোলিং সংস্থা কান্টার-এর জরিপে অংশ নেওয়া ৪৯ শতাংশ মানুষ মনে করেন সরকার করোনাভাইরাস মোকাবিলায় ঠিকঠাক কাজ করছে। গত এপ্রিলে এরকম মতামত প্রদানকারীর হার ছিল ৬১ শতাংশ। অন্যদিকে ৩০ শতাংশ থেকে বেড়ে এই মাসে ৪৩ শতাংশ অংশগ্রহণকারী মনে করছেন সরকার খুবই বাজেভাবে কাজ করছে।
ব্রিটেনে অর্থনীতি নিয়ে মানুষের উদ্বেগ বেড়েছে এবং প্রতি ১০ জনে চারজন জানিয়েছেন করোনাভাইরাস তাদের ব্যক্তিগত উপার্জনে নেতিবাচক প্রভাব ফেলেছে।
বরিস জনসনের কনজারভেটিভ পার্টিকে ভোট দেওয়ার প্রবণতাও এপ্রিলের চেয়ে তিন পয়েন্ট কমে ৫১ শতাংশ হয়েছে। অন্যদিকে নতুন নেতা কেইর স্টার্মারের নেতৃত্বাধীন লেবার পার্টিকে ভোট দেওয়ার প্রবণতা চার পয়েন্ট বেড়ে ৩২ শতাংশ হয়েছে।
তবে জনসনের জন্য আশার কথা হলো, ৫৯ শতাংশ মানুষ সরকার পরিকল্পিত করোনাভাইরাস সংস্পর্শ শনাক্তকরণ অ্যাপ ব্যবহার করতে মোটামুটি বা ভীষণ আগ্রহী। এপ্রিলে এই হার ছিল ৫৩ শতাংশ।
কান্টার মে মাসের ৭ থেকে ১১ তারিখের মধ্যে ১ হাজার ১৩০ জনের অনলাইন সাক্ষাৎকারের মাধ্যমে এই জরিপটি সম্পন্ন করেছে।