মঙ্গলবার থেকে ধীরে ধীরে লকডাউন শিথিল করা শুরু করবে রাশিয়া।
সোমবার (১১ মে) এক টেলিভিশন বার্তায় এ কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে বিভিন্ন অঞ্চলের পরিস্থিতি ভেদে ভিন্ন পদক্ষেপ নিতে হবে বলে জানিয়েছেন তিনি।
যেসব পরিবারে শিশু রয়েছে তাদের জন্য নতুন করে কল্যাণ ভাতা ও রাশিয়ার অর্থনীতিতে নতুন প্রণোদনার প্রদানের ঘোষণা দিয়েছেন পুতিন।
লকডাউন শিথিলের ঘোষণা দিলেও সংক্রমণের সংখ্যা কমেনি রাশিয়ায়। সংক্রমণের দিক থেকে এটি এখন বিশ্বে চতুর্থ অবস্থানে রয়েছে।
এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ২ লাখ ২১ হাজার ৩৪৪ এবং মৃতের সংখ্যা ২ হাজার ৯ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১১ হাজার ৬৫৬ জন এবং মারা গেছে ৯৪ জন। মোট আক্রান্তের প্রায় অর্ধেক মানুষই রাজধানী মস্কোর।
এই অবস্থায় লকডাউন শিথিল করলে সংক্রমণের হার আরো বেড়ে যাবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে।