বাভারিয়ায় খুলে দেওয়া হচ্ছে উন্মুক্ত রেস্তরাঁ

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-22 10:09:35

জার্মানির বাভারিয়া রাজ্যে উন্মুক্ত রেস্তোরাঁগুলি আগামী ১৮ মে থেকে আবার চালু করার অনুমতি দিয়েছে রাজ্য সরকার।

বাভারিয়ার প্রধানমন্ত্রী মার্কুস সোয়েদার বলেছেন, নিরাপদ সামাজিত দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে উন্মুক্ত রেস্তোঁরাগুলি চালু করার অনুমতি দেয়া হয়েছে। তবে ইনডোর রেস্তরাঁগুলো আরও এক সপ্তাহ পরে খোলা হবে।

মে মাসের শেষ নাগাদ রাজ্যের হোটেলগুলিও চালু করা হবে, তবে হোটেলগুলাতে ব্যায়ামাগার ও সুইমিং পুল ব্যবহার করা যাবে না বলে জানান মার্কুস সোয়েদার।

করোনা মোকাবিলায় বাভারিয়া রাজ্যে গৃহীত পদক্ষেপ সঠিক ছিল, সেই সব পদক্ষেপ সফল হয়েছে বলে দাবি করেন রাজ্যটির প্রধানমন্ত্রী।

অস্ট্রিয়া ও চেক প্রজাতন্ত্রের সীমানা ঘেঁষা বাভারিয়া রাজ্য, জার্মানির একটি গুরুত্বপূর্ণ পর্যটন অঞ্চল।

এ সম্পর্কিত আরও খবর