করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক সপ্তাহ হাসপাতালে ও আরো দুই সপ্তাহ নিজ বাড়িতে কাটানোর পর সুস্থ হয়ে ১০ ডাউনিং স্ট্রিটে ফিরেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।
রোববার (২৬ এপ্রিল) তিনি তার ডাউনিং স্ট্রিটের সরকারি বাসভবনে ফিরেছেন বলে ডাউনিং স্ট্রিটের একটি সূত্র আন্তর্জাতিক সংবাদ মাধ্যম স্কাই নিউজকে জানিয়েছে। তিনি সোমবার কাজে যোগ দিচ্ছেন বলে আশা করা হচ্ছে। খবর: স্কাই নিউজ।
ব্রিটিশ পররাষ্ট্র সচিব ডমিনিক রাব, যিনি বরিস জনসনের অনুপস্থিতিতে তার দায়িত্ব পালন করছেন, তিনি বলেন, করোনা সংক্রমণ থেকে সুস্থ হওয়ার পর বরিস জনসন কাজে যোগ দেওয়ার জন্য উদগ্রিব হয়ে আছেন।
উল্লেখ্য, মার্চের শেষ দিকে তার করোনা শনাক্ত হয়। এরপর অবস্থা খারাপ হলে হাসপাতালে ভর্তি হন তিনি। ৬ থেকে ৯ এপ্রিল পর্যন্ত হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) কাটিয়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ২০ হাজার ৭৩২ জন। আর এক লাখ ৫২ হাজার ৮৪০ জন আক্রান্ত হয়েছেন।