চীনের উহান শহর থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস বাদুড় থেকে সংক্রমিত হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
তারা জানায়, সব ধরনের পরীক্ষা নিরীক্ষা শেষে এটাই প্রমাণিত হয়েছে যে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস ল্যাব থেকে নয়, বাদুড়ের মাধ্যমেই ছড়িয়েছে। এই ভাইরাস কোনো ল্যাবে বানানো নয়।
গত সপ্তাহে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, উহানের ল্যাব থেকে করোনাভাইরাস ছড়ানো হয়েছে কিনা তার সরকার তা নিশ্চিত করার চেষ্টা করছে।
ডব্লিউএইচও এর মুখপাত্র ফ্যাদেলা চাইব বলেন, সব সম্ভাব্য পরীক্ষা শেষে এটাই প্রমাণিত হয়েছে এই ভাইরাস বাদুড় থেকেই সংক্রমিত হয়েছে।
তিনি আরও বলেন, ভাইরাসটি কীভাবে এক প্রজাতি থেকে আরেক প্রজাতি বিস্তার লাভ করল সেটা এখনো স্পষ্ট নয়। তবে অবশ্যই এদের মাঝে অন্য কোন প্রাণী মাধ্যম হিসেবে কাজ করেছে।