ইতালিতে কমছে আক্রান্ত ও মৃতের সংখ্যা

ইউরোপ, আন্তর্জাতিক

ইসমাইল হোসেন স্বপন, বার্তা২৪.কম, ইতালি | 2023-06-17 09:07:46

মহামারি করোনায় বিপর্যস্ত ইতালিতে নতুন করে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমতে শুরু করেছে।

রোববার (১৯ এপ্রিল) অন্যান্য দিনের চেয়ে নতুন আক্রান্ত রোগীর সংখ্যা কমেছে বলে জানিয়েছে সরকার। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী, নতুন করে তিন হাজার ৪৭ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত করা হয়েছে। আগের দিন শনিবার (১৮ এপ্রিল) এই সংখ্যা ছিল তিন হাজার ৪৯১ জন।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ৪৩৩ জন। শনিবার এ সংখ্যা ছিল ৪৮২ জন এবং শুক্রবার ৫৭৫ জন।

রোববার (১৯ এপ্রিল) নিয়মিত প্রেস ব্রিফিংয়ে নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান অ্যাঞ্জেলো বোরেল্লি জানান, ইতালিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭৮ হাজার ৯৭২ জন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ৬৬০ জনে।

বোরেল্লি জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ১২৮ জন। সব মিলিয়ে প্রায় ৪৭ হাজার ৫৫ জন সুস্থ হয়ে নিজ পরিবারের কাছে ফিরেছেন।

এদিকে ইতালিতে করোনায় আক্রান্ত হয়ে ৮ বাংলাদেশির মৃত্যু হয়েছে। তবে ঠিক কতজন বাংলাদেশি করোনায় আক্রান্ত তার সঠিক তথ্য জানা যায়নি।

করোনা সংক্রমণ রোধে দেশটিতে লকডাউনের সময় আগামী ৩ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে এর আগে জরুরি কারণে কিছু কিছু এলাকায় লকডাউন তুলে নেওয়া হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

দেশটির প্রায় ৬ কোটি নাগরিকদের সব ধরনের সুযোগ-সুবিধা, খাদ্যসামগ্রীর নিশ্চয়তার জন্য সামরিক বাহিনীর সদস্যরা কাজ করছেন। এছাড়া অর্থনৈতিক জীবন চাকা সচল রাখতে প্রত্যেকের জন্য বোনাস ঘোষণা করেছে ইতালি সরকার।

এ সম্পর্কিত আরও খবর