চীনের ওষুধ এয়ার অ্যাম্বুলেন্সে তুরস্কের ৪০ শহরে

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-26 15:54:49

চীনের কভিড-১৯ ওষুধ তুরস্কের ৪০টি শহরে এয়ার অ্যাম্বুলেন্সে পাঠানো হয়েছে।

দেশটির স্বাস্থ্যমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাদলু এ খবর পরিবেশন করে।

করোনা আক্রান্ত নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এমন রোগীদের ওপর বুধবার (২৫ মার্চ) থেকে এই ওষুধগুলো ব্যবহার শুরু করা হবে।

স্বাস্থ্যমন্ত্রী ফাহরেটিন কোকা বলেন, চীন থেকে আমরা একটা বিশেষ ওষুধ নিয়ে এসেছি। যা নিবিড় পর্যবেক্ষণে থাকা রোগীদের দ্রুত শারীরিক উন্নতি ঘটাচ্ছে বলে দাবি করা হয়েছে।  যেখানে ১১/১২ দিন সুস্থ হতে লাগে সেখানে চার দিনে সুস্থ হয়ে উঠছেন রোগীরা। অ্যান্টি ম্যালেরিয়াল  ওষুধ ক্লোরোকুইন চীন ও ফ্রান্সে করোনার চিকিৎসায় ব্যবহার করা হয়েছে। 

গবেষকরা বলছেন, ক্লোরোকুইন ভালো। তবে এটা আসলেই করোনার জন্য কার্যকর এবং নিরাপদ কিনা তার জন্য আরও বেশি পরীক্ষা দরকার। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, চীন থেকে ৫০ হাজার করোনা টেস্টিং কিট এসেছে। যা ব্যবহার করা হচ্ছে। বৃহস্পতিবারের মধ্যে আরও ৩ লাখ কিট আসবে বলে আসা করা হচ্ছে।

গত সোমবার (২৩ মার্চ) পর্যন্ত তুরস্কে করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫২৯ জন এবং মারা গেছেন ৩৭ জন।

এ সম্পর্কিত আরও খবর