নিউজিল্যান্ডে মাসব্যাপী লকডাউন, সেনা মোতায়েন

অস্ট্রেলিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-30 23:21:25

করোনাভাইরাসের বিস্তার রোধে দেশজুড়ে মাসব্যাপী লকডাউনের প্রস্তুতি নিচ্ছে নিউজিল্যান্ড সরকার। মানুষের চলাচল রোধে সেনাবাহিনী মোতায়েন করতে যাচ্ছে দেশটি।

স্কুল, ব্যবসা প্রতিষ্ঠান ও কমিউনিটি সার্ভিসগুলোকে অন্তত চার সপ্তাহের জন্য বন্ধ রাখতে যাবতীয় প্রস্তুতি নিতে দুই দিনের মধ্যে সময় বেঁধে দেওয়া হয়েছে।

করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০০ ছাড়িয়ে যাওয়ার পর সোমবার (২৩ মার্চ) এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে নিউজিল্যান্ড সরকার।

জরুরি পরিষেবা সংস্থায় কাজ করা ব্যক্তিদের ছাড়া সবাইকে বাড়িতে থাকতে বলা হয়েছে। গণপরিবহন মূলত জরুরি সেবায় যুক্ত ব্যক্তিদের জন্য চলাচল করবে।

প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন বলেছেন, নিউজিল্যান্ড ৪৮ ঘণ্টার মধ্যে ‘লেভেল ৪’ বিধিনিষেধে প্রবেশ করবে।

সময়মতো কঠোর সিদ্ধান্ত নেওয়ায় নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর ব্যাপক প্রশংসা করছেন দেশটির নাগরিকরা।

অন্যদিকে অস্ট্রেলিয়ার নাগরিকরা তাদের নেতাদেরও এমন কঠোর পদক্ষেপ নিতে আহ্বান জানাচ্ছেন। অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী ইতোমধ্যে রেস্তোরাঁ, পাব ও ক্যাফে বন্ধ করতে বলেছেন। তবে অর্থনীতিতে ক্ষতিকর প্রভাব পড়বে বিধায় তিনি লকডাউনের সিদ্ধান্ত নেননি।

নিউজিল্যান্ডে রাতারাতি করোনাভাইরাসে আক্রান্ত ৩৬ জন শনাক্ত হয়েছে, যার মোট সংখ্যা দাঁড়িয়েছে ১০২ জনে।

লেভেল-৪ ঘোষণার মধ্য দিয়ে দেশজুড়ে মানুষের চলাচল রোধ করা এবং তাদের ঘরের ভেতর থাকতে বাধ্য করার ক্ষমতা পেল দেশটির সরকার। পাশাপাশি সেনাবাহিনী ও পুলিশ লকডাউন ভঙ্গকারীদের গ্রেপ্তার করতে আইনি সুযোগ পেল।

তবে লকডাউন ব্যবস্থার মধ্যে সুপারমার্কেট ও ফার্মেসিগুলি খোলা থাকবে এব সরকারের তরফ থেকে জনসেবা অব্যাহত রাখা হবে।

হাঁটতে যাওয়া বা বাইরে দৌড়ানোর অনুমতি দেওয়া হবে তবে একই বাড়িতে বসবাসকারী ছাড়া সবাইকে পরস্পরের থেকে দুই মিটার দূরে থাকতে হবে।

দেশজুড়ে লকডাউন ঘোষণার বিবৃতিতে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিকা আরডার্ন বলেন, নিউজিল্যান্ডের ইতিহাসের এই বিশেষ পরিস্থিতিতে আমরা সিদ্ধান্তটি হালকাভাবে নেইনি। আমরা বিশ্বাস করি, এই সিদ্ধান্ত সঠিক হয়েছে। এই ব্যবস্থা গ্রহণের মাধ্যমে আমরা মানুষের প্রাণ রক্ষা করব।

তিনি বলেন, এর আগে লেভেল-৩ ঘোষণা করে আক্রান্ত অঞ্চলে যাতায়াত সীমাবদ্ধ করা ও জনসমাবেশ নিষিদ্ধ করা হয়েছিল।

এ সম্পর্কিত আরও খবর